বেসরকারি ব্যাংকে চাকরি, বেতন শুরু ৩৬ হাজার, ৬ মাস পর ৪৫ হাজার টাকা
Published: 10th, August 2025 GMT
বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসিতে কাস্টমার সার্ভিস অফিসার (টেলার) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৬ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইস্টার্ন ব্যাংক পিএলসি কাস্টমার সার্ভিস অফিসার পদে কতজনকে নেবে, তা নির্ধারিত নয়।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: সদ্য স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সিজিপিএ ৪–এর মধ্যে ৩ থাকতে হবে।
অভিজ্ঞতা: ব্যাংকে চাকরির ১-২ বছরের অভিজ্ঞতা, তবে বাধ্যতামূলক নয়। অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আরও পড়ুনদুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ, নতুন নেবে ১০১ পদে০৭ আগস্ট ২০২৫বেতন: মাসে ৩৬ হাজার টাকা পাবেন প্রবেশন সময়ে। সফলভাবে ৬ মাসের প্রবেশন পিরিয়ড শেষে প্রার্থীর মাসে বেতন দাঁড়াবে ৪৫ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্য সুবিধা মিলবে।
আবেদনের বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যেকোনো স্থান
আরও পড়ুনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশাল নিয়োগ, পদ ১১৭০৯ আগস্ট ২০২৫আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০২৫ সালের ১৬ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
আরও পড়ুনযুক্তরাজ্যের চেভেনিং বৃত্তি, ১৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের একটি পড়তে চাইলে করুন আবেদন২ ঘণ্টা আগেআরও পড়ুনবেসরকারি ব্যাংকে রিলেশনশিপ অফিসার নিয়োগ১৫ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের খসড়া ভোটার তালিকার ওপর ৩০টি আপত্তি জমা পড়েছে। নির্বাচন কমিশনের কোন প্রতিনিধি এইদিন বিসিবির নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিন সদস্যার প্রতিনিধির পরিবর্তে আপত্তি গ্রহণ করেন সিআইডির একজন প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, কমিশনের দেয়া দায়িত্ব তিনি পালন করেছিলেন। দুইটি কাউন্সিলরশিপ নিয়ে তুমুল আলোচনা হয়েছে দিনভর। ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা পড়েছে। আপত্তিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেয়াতে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। যদিও এ বছরের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম।
আরো পড়ুন:
বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটাররা একাট্টা
৬ জেলা ও ১৫ ক্লাবের কাউন্সিলর ছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশ
এছাড়া ফারুক আহমেদের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা হয়েছে। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু নির্ধারিত সময়ের পর তার ফর্ম জমা পরে বিসিবিতে। খসড়া তালিকায় রাখা হয়নি ১৫টি ক্লাবকে। সেই ১৫টি ক্লাবের পক্ষেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি পড়েছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থাসহ আরও দু-একটি জেলা ক্রীড়া সংস্থা থেকে তাদের তালিকাভুক্ত করার অনুরোধ এসেছে নির্বাচন কমিশনের কাছে। তফসিল অনুযায়ী আগামিকাল আপত্তির উপর শুনানি হবে সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত।
ঢাকা/ইয়াসিন/আমিনুল