দেড় দশক পর রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন আজ
Published: 10th, August 2025 GMT
দেড় দশকের বেশি সময় পর আজ রোববার হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বেলা দুইটায় নগরের পাঠানপাড়া এলাকায় মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশে রাস্তায় এই সম্মেলন শুরু হবে। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলন উপলক্ষে নগরজুড়ে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে। দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা এবং ঐক্যকে প্রাধান্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা। এতে করে বিদ্যমান দলীয় কোন্দল নিরসন হবে বলে তাঁদের আশা।
এই সম্মেলন সফল করতে বিএনপির পক্ষ থেকে গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী আবদুস সালাম।
আবদুস সালাম বলেন, ‘বহু বছর পর আমরা একটা সম্মেলন করতে যাচ্ছি এবং এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা একটা জিনিসের ওপর জোর দিয়েছি আমাদের দলের ঐক্য। আমরা দলের ঐক্য ফিরিয়ে আনতে চাই। সমন্বিতভাবে আমরা একটি সম্মেলন সবার মধ্যে উপহার দিতে চাই।’
এদিকে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগর বিএনপিতে নেতৃত্ব নিয়ে বিভক্তি থাকলেও এই সম্মেলন ঘিরে কিছুটা ঐক্য দেখা যাচ্ছে। সংবাদ সম্মেলনে বিভিন্ন পক্ষের নেতাদের উপস্থিতি এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার ইঙ্গিত দেয়।
বিএনপি সূত্রে জানা গেছে, এর আগে সবশেষ ২০০৯ সালে সম্মেলন হয়েছিল। পরে কমিটি গঠন করা হয়। এরপর ২০১৭ সালে এসে সেই কমিটির নেতাদের কেন্দ্রীয় বিভিন্ন পদে এনে নতুনদের পদে আনা হয়। পরে ২০২১ সালে কমিটি বিলুপ্ত করে ডিসেম্বরে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তখন থেকেই বিএনপির মধ্যে দলীয় কোন্দল বাড়তে থাকে। সবশেষ চলতি বছর মে থেকে জুলাই মাস পর্যন্ত কয়েক দফা বিএনপির একটি পক্ষ আন্দোলন করে আসছিল। তারা আহ্বায়ক কমিটিসহ থানা ও ওয়ার্ড কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছিল। তবে সম্মেলনে তারিখ ঘোষণার পর দুই পক্ষকে একসঙ্গে কর্মসূচিতে দেখা গেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের খসড়া ভোটার তালিকার ওপর ৩০টি আপত্তি জমা পড়েছে। নির্বাচন কমিশনের কোন প্রতিনিধি এইদিন বিসিবির নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিন সদস্যার প্রতিনিধির পরিবর্তে আপত্তি গ্রহণ করেন সিআইডির একজন প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, কমিশনের দেয়া দায়িত্ব তিনি পালন করেছিলেন। দুইটি কাউন্সিলরশিপ নিয়ে তুমুল আলোচনা হয়েছে দিনভর। ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা পড়েছে। আপত্তিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেয়াতে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। যদিও এ বছরের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম।
আরো পড়ুন:
বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটাররা একাট্টা
৬ জেলা ও ১৫ ক্লাবের কাউন্সিলর ছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশ
এছাড়া ফারুক আহমেদের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা হয়েছে। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু নির্ধারিত সময়ের পর তার ফর্ম জমা পরে বিসিবিতে। খসড়া তালিকায় রাখা হয়নি ১৫টি ক্লাবকে। সেই ১৫টি ক্লাবের পক্ষেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি পড়েছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থাসহ আরও দু-একটি জেলা ক্রীড়া সংস্থা থেকে তাদের তালিকাভুক্ত করার অনুরোধ এসেছে নির্বাচন কমিশনের কাছে। তফসিল অনুযায়ী আগামিকাল আপত্তির উপর শুনানি হবে সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত।
ঢাকা/ইয়াসিন/আমিনুল