সিলেটে চোরাকারবারিদের নৌকার ধাক্কায় নিখোঁজ বিজিবি সদস্যের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার
Published: 10th, August 2025 GMT
সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাকারবারিদের নৌকার ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ বিজিবির সদস্য মো. মাসুম বিল্লাহর মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে গোয়াইনঘাট সদর ইউনিয়নের ইছামতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মো. মাসুম বিল্লাহ বিজিবির সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। লাশ উদ্ধারের তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মো.
গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে গোয়াইনঘাট সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় ইছামতী নদীতে এ ঘটনা ঘটে। ইছামতী নদী জাফলংয়ে পিয়াইন নদের অংশ।
বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার তৎপরতা চালানউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জি–২০ শীর্ষ সম্মেলন বর্জন করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি–২০ শীর্ষ সম্মেলনে তিনি কিংবা কোনো মার্কিন কর্মকর্তা অংশগ্রহণ করবেন না। এতে আবার বিতর্কিত ও প্রমাণহীন দাবি উত্থাপন করে ট্রাম্প বলেছেন, দেশটির শ্বেতাঙ্গ কৃষকেরা সরকারের দুর্ব্যবহারের শিকার হচ্ছে। তিনি বলেন, এমনকি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা হত্যারও শিকার হচ্ছে।
ট্রাম্প এর আগে সেপ্টেম্বরে ঘোষণা করেছিলেন, তিনি আগামী ২২ ও ২৩ নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না, তবে তাঁর জায়গায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যোগদান করবেন।