ট্রানজিটিং এক্সপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট (টেস) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে আকারে ছোট লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করা বিশাল এক গ্রহের সন্ধান পেয়েছেন যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ‘টিওআই-৬৮৯বি’ নামের গ্রহটি যে বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, সেটির ভর সূর্যের মাত্র এক-পঞ্চমাংশ। এ নক্ষত্রের উজ্জ্বলতা কম হলেও গ্রহটি আকারে শনি গ্রহের চেয়ে বড়। তবে গ্রহটির ভর শনি গ্রহের মাত্র অর্ধেক। এত দিন ছোট নক্ষত্র বড় গ্যাসীয় গ্রহ তৈরি করতে বা ধারণ করতে পারে না বলে ধারণা করা হতো। আর তাই নতুন এ আবিষ্কার পুরোনো ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, হোস্ট নক্ষত্রটি শীতল ধরনের লাল বামন। আমাদের সূর্যের চেয়ে অনেক ছোট আর দুর্বল। আকারে ছোট হলেও শনির চেয়ে বড় গ্রহ নক্ষত্রটিকে ঘিরে আবর্তন করছে। বড় গ্যাসীয় দৈত্যের গ্রহ কীভাবে ক্ষুদ্রতম নক্ষত্রকে আবর্তন করছে, তার তথ্য জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

প্রাথমিক গ্রহ গঠনের বিভিন্ন তত্ত্ব অনুসারে, কম ভরের নক্ষত্রে গ্যাস ও ধুলার পাতলা ডিস্ক থাকে, যা আকারে বড় গ্রহ তৈরির জন্য যথেষ্ট নয়। বিজ্ঞানীরা মনে করছেন, নক্ষত্রটি পরিবর্তিত কোর অ্যাক্রিশন প্রক্রিয়ার মাধ্যমে বা মহাকর্ষীয় অস্থিরতার মাধ্যমে গঠিত হতে পারে। ডিস্কের বিভিন্ন অংশ নিজস্ব মাধ্যাকর্ষণের কারণে দ্রুত ভেঙে পড়ে। নতুন আবিষ্কার পুরোনো ব্যাখ্যাকে ভুল প্রমাণ করছে। বিশাল গ্রহ কীভাবে একটি ক্ষুদ্র নক্ষত্রের চারপাশে তৈরি হতে পারে, তা বোঝার জন্য আরও গবেষণা করতে আগ্রহী বিজ্ঞানীরা।

টিওআই-৬৮৯বি নামের গ্রহটি তার নক্ষত্র থেকে যথেষ্ট দূরে প্রদক্ষিণ করছে। গ্রহটির বায়ুমণ্ডল তুলনামূলকভাবে শীতল এবং সেখানকার তাপমাত্রা প্রায় ১৪৭ ডিগ্রি সেলসিয়াস। গ্রহটির বায়ুমণ্ডলে মিথেন ও অ্যামোনিয়া গ্যাস থাকতে পারে। বহির্গ্রহের মধ্যে এমন পরিবেশে বেশ বিরল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শিগগিরই গ্রহটি পর্যবেক্ষণ করা হবে বলে জানা গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ রহ র র গ রহ গ রহট

এছাড়াও পড়ুন:

ওয়েস্টিনে ‘টেস্ট অব অ্যারাবিয়া’ উৎসব শুরু

সিটি ব্যাংক পিএলসির সহযোগিতায় দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল ‘টেস্ট অব অ্যারাবিয়া’। ২০ থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত গুলশান-২-এ লেভেল-২–এ অবস্থিত হোটেলের সারা দিনের ডাইনিং রেস্টুরেন্ট ‘সিজনাল টেস্টস’-এ অতিথিরা উপভোগ করতে পারবেন আরব ও মধ্যপ্রাচ্যের আসল স্বাদ, ঐতিহ্য এবং বৈচিত্র্যময় রন্ধনশৈলী।

ফেস্টিভ্যালটির উদ্বোধন হয় ১৯ নভেম্বর দ্য ওয়েস্টিন ঢাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি আল-বালুশি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী আলহামুদি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস ইনিশিয়েটিভস নাফিস রাইহান এবং দ্য ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার স্তেফান ম্যাসে। ফেস্টিভ্যালের রিবন কাটিংয়ে অংশ নেন অতিথিবৃন্দ, প্রবাসী শেফ এবং হোটেলের সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা। পরে অতিথিদের জন্য স্বাক্ষর খাবারের বিশেষ টেস্টিং সেশন অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল শেফ রিমুন ওবাইদ, শেফ সাঈত দুরসুন, শেফ স্বপন রোজারিও এবং তাঁদের টিমের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে আরব বিশ্বের নানা অঞ্চলের স্বাদে ভরপুর মেনু। ঢাকায় প্রথমবারের মতো অতিথিরা বিশেষ শেফদের প্রস্তুতকৃত উটের মাংসের পদ—হোল লেগ অব ক্যামেল কুজি, ক্যামেল স্ট্যু, নিহারি, পোলাও, তাজিন, সুলতান’স ক্যামেল মাজবুস এবং ক্যামেল মিল্ক উম আলি উপভোগ করার সুযোগ পাবেন। আরও থাকছে ল্যাম্ব কাবসা, চিকেন মান্দি, হোল ফিশ তাজিন, কোফতা কাবাব, মেজেজ প্ল্যাটার, দোনার কাবাব, শাওয়ারমা, বকলাভা, উম আলি ও কুনাফাসহ জনপ্রিয় আরবীয় খাবার ও মিষ্টান্ন। পরিবেশ সাজানো হয়েছে আরবীয় আবহে, সঙ্গে থাকবে লাইভ কুকিং স্টেশন এবং অতিথি আগমনে কমপ্লিমেন্টারি কাহওয়া ও বিশেষ ওয়েলকাম ড্রিংকস।

‘টেস্ট অব অ্যারাবিয়া’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান

সম্পর্কিত নিবন্ধ