পাকিস্তান ক্রিকেট যেন একদম তলানিতে গিয়ে ঠেকেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে সিরিজের শেষ ম্যাচে ২০২ রানের লজ্জাজনক হার। পাশাপাশি ক্যারিবীয়দের কাছে ৩৪ বছর পর সিরিজ হাতছাড়া করা। এই হার শুধু মনোবলই ভাঙেনি, আসন্ন এশিয়া কাপের আগে দল নিয়েও দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা।

এশিয়া কাপ ২০২৫ শুরু হবে ৯ সেপ্টেম্বর। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও ১৫ সদস্যের দল ঘোষণা করেনি। বেশ কয়েকটি জায়গা খালি থাকলেও এখন গুঞ্জন জোরালো ফর্মহীনতার কারণে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে হয়তো দলে রাখা হবে না।

কেন সুযোগ পাচ্ছেন না বাবর ও রিজওয়ান?
২০২৫ সালে এখনও একটিও টি–টোয়েন্টি ম্যাচ খেলেননি বাবর আজম বা রিজওয়ান। বাবরের শেষ টি–টোয়েন্টি ছিল ডিসেম্বর ২০২৪-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই থেকেই তিনি রান খরায় ভুগছেন। পিএসএল ২০২৫-এ ১০ ইনিংসে মাত্র ২৮৮ রান, গড় ৩৬। যা তার মানের ব্যাটসম্যানের জন্য হতাশাজনক। সবশেষ তিন ইনিংসে তো রান এসেছে মাত্র ৫৬, গড় ১৮.

৬৭। টি–টোয়েন্টিতে তার শেষ ফিফটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ৭৫ (৪২ বল)।

আরো পড়ুন:

স্বাধীনতা দিবসে শতক হাঁকানো একমাত্র ভারতীয় কোহলি

সিপিএলের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারে শুরু অ্যান্টিগার

রিজওয়ানের অবস্থা তেমন ভালো নয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের তিন ইনিংসে করেছেন মাত্র ৬৯ রান (৫৩, ১৬, ০)। তার বাদ পড়া মানে প্রায় নিশ্চিতভাবেই দলের নেতৃত্ব চলে যাবে সালমান আলি আগার হাতে।

এশিয়া কাপের আগে এমন অনিশ্চয়তা পাকিস্তান দলে চাপ বাড়িয়ে দিয়েছে। ভক্তরা এখন অপেক্ষায়, শেষ পর্যন্ত কি ফিরবেন বাবর ও রিজওয়ান। নাকি আসর শুরু হওয়ার আগেই হবে বড় ধাক্কা। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জওয় ন

এছাড়াও পড়ুন:

মিস ইউনিভার্স ২০২৫: ন্যাশনাল কস্টিউম রাউন্ডের ২২টি ছবি

ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • করপোরেট ক্রিকেট কার্নিভালে শুক্রবার মাঠে নামছে ওয়ালটন
  • দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
  • মিস ইউনিভার্স ২০২৫: ইভনিং গাউন সেশনে মিথিলা, দেখুন ১৫টি ছবি
  • ফিলিপাইনে ‘চীনা গুপ্তচর’ মেয়রকে যাবজ্জীবন কারাদণ্ড
  • সমতা লেদারের নয় মাসে লোকসান বেড়েছে ৩৩.৩৩ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২০ নভেম্বর ২০২৫)
  • মিস ইউনিভার্স ২০২৫: ন্যাশনাল কস্টিউম রাউন্ডের ২২টি ছবি
  • ফিলিপাইনের দুই মন্ত্রীর পদত্যাগ
  • রঙ চটা ক‌্যাপে ২০ বছর, একশ টেস্টে অনন‌্য মুশফিকুরের শ্রেষ্ঠত্ব
  • নাতির অপেক্ষায় ৩ বছর