জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে যখন দলটি ব্যস্ত সময় পার করছে, তখনই একটি সংঘবদ্ধ কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ‘‘আওয়ামী শূন্যতায় দেশব্যাপী জাতীয় পার্টির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সেটি রুখে দিতে কাকরাইলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।’’

আরো পড়ুন:

হামলার জন‌্য গণঅধিকার‌কে নি‌ষিদ্ধ করতে হ‌বে: জাপা মহাসচিব

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মোস্তফা বলেন, “স্বাধীনতার স্বপক্ষের শক্তিগুলোকে নিশ্চিহ্ন করে দিতে একটি কুচক্রী মহল অব্যাহত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে, জাতীয় পার্টি নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রংপুর প্রস্তুত রয়েছে।’’

তিনি বলেন, ‘‘দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের হেনস্তা করাসহ গলায় জুতার মালা পরিয়ে ন্যক্কারজনক ঘটনার জন্ম দেওয়া হচ্ছে একের পর এক। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অমঙ্গলজনক।”

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, ‘‘সুষ্ঠু ও অবাধ পরিবেশ নিশ্চিত হলে দেশের প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী জাতীয় পার্টির প্রস্তুত রয়েছে। তবে, সরকার যদি চলমান মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়; তাহলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।’’

এ সময় শুক্রবার রাতে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মোস্তফা।

ঢাকা/আমিরুল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ