জাতীয় পার্টির জনপ্রিয়তা ঠেকাতে ষড়যন্ত্র চলছে: মোস্তফা
Published: 6th, September 2025 GMT
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে যখন দলটি ব্যস্ত সময় পার করছে, তখনই একটি সংঘবদ্ধ কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, ‘‘আওয়ামী শূন্যতায় দেশব্যাপী জাতীয় পার্টির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। সেটি রুখে দিতে কাকরাইলে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।’’
আরো পড়ুন:
হামলার জন্য গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: জাপা মহাসচিব
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মোস্তফা বলেন, “স্বাধীনতার স্বপক্ষের শক্তিগুলোকে নিশ্চিহ্ন করে দিতে একটি কুচক্রী মহল অব্যাহত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে, জাতীয় পার্টি নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রংপুর প্রস্তুত রয়েছে।’’
তিনি বলেন, ‘‘দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের হেনস্তা করাসহ গলায় জুতার মালা পরিয়ে ন্যক্কারজনক ঘটনার জন্ম দেওয়া হচ্ছে একের পর এক। এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অমঙ্গলজনক।”
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, ‘‘সুষ্ঠু ও অবাধ পরিবেশ নিশ্চিত হলে দেশের প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী জাতীয় পার্টির প্রস্তুত রয়েছে। তবে, সরকার যদি চলমান মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়; তাহলে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।’’
এ সময় শুক্রবার রাতে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মোস্তফা।
ঢাকা/আমিরুল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী