যুক্তরাষ্ট্রে গত মাসে গ্যাস, খুচরা পণ্য, হোটেল কক্ষ, বিমান ভাড়া, পোশাক এবং ব্যবহৃত (রিকন্ডিশন) গাড়ির দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি বেড়েছে। দেশটির শ্রম দপ্তরের বরাত দিয়ে বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।

শ্রম বিভাগ মঙ্গলবার জানিয়েছে, আগস্টে ভোক্তা মূল্যবৃদ্ধি এক বছর আগের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা আগের মাসের ২ দশমিক ৭ শতাংশ থেকে বেশি এবং জানুয়ারির পর থেকে এটি সবচেয়ে বড় বৃদ্ধি। অস্থির খাদ্য ও জ্বালানি বিভাগ বাদ দিলে, মূল মূল্যবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে, যা জুলাইয়ের মতোই। উভয় পরিসংখ্যানই ফেডারেল রিজার্ভের ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

এই পরিসংখ্যানগুলো ফেডারেল ব্যাংককে কিছুটা চ্যালেঞ্জের মুখে তুলে ধরেছে। কারণ কেন্দ্রীয় ব্যাংক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সুদের হার কমানোর জন্য অবিরাম চাপের সম্মুখীন হচ্ছে।

মুদ্রাস্ফীতি উচ্চতর হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এখন ৪ দশমিক ৩ শতাংশ। গত সপ্তাহে সাপ্তাহিক বেকারত্বের হার বেড়েছে। এরইমধ্যে প্রতিষ্ঠানগুলো ইঙ্গিত দিয়েছে, নতুন করে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা বাড়তে পারে।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দশম ক

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ