যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বেড়েছে
Published: 11th, September 2025 GMT
যুক্তরাষ্ট্রে গত মাসে গ্যাস, খুচরা পণ্য, হোটেল কক্ষ, বিমান ভাড়া, পোশাক এবং ব্যবহৃত (রিকন্ডিশন) গাড়ির দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি বেড়েছে। দেশটির শ্রম দপ্তরের বরাত দিয়ে বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।
শ্রম বিভাগ মঙ্গলবার জানিয়েছে, আগস্টে ভোক্তা মূল্যবৃদ্ধি এক বছর আগের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা আগের মাসের ২ দশমিক ৭ শতাংশ থেকে বেশি এবং জানুয়ারির পর থেকে এটি সবচেয়ে বড় বৃদ্ধি। অস্থির খাদ্য ও জ্বালানি বিভাগ বাদ দিলে, মূল মূল্যবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে, যা জুলাইয়ের মতোই। উভয় পরিসংখ্যানই ফেডারেল রিজার্ভের ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
এই পরিসংখ্যানগুলো ফেডারেল ব্যাংককে কিছুটা চ্যালেঞ্জের মুখে তুলে ধরেছে। কারণ কেন্দ্রীয় ব্যাংক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সুদের হার কমানোর জন্য অবিরাম চাপের সম্মুখীন হচ্ছে।
মুদ্রাস্ফীতি উচ্চতর হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এখন ৪ দশমিক ৩ শতাংশ। গত সপ্তাহে সাপ্তাহিক বেকারত্বের হার বেড়েছে। এরইমধ্যে প্রতিষ্ঠানগুলো ইঙ্গিত দিয়েছে, নতুন করে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা বাড়তে পারে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল