যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বেড়েছে
Published: 11th, September 2025 GMT
যুক্তরাষ্ট্রে গত মাসে গ্যাস, খুচরা পণ্য, হোটেল কক্ষ, বিমান ভাড়া, পোশাক এবং ব্যবহৃত (রিকন্ডিশন) গাড়ির দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি বেড়েছে। দেশটির শ্রম দপ্তরের বরাত দিয়ে বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।
শ্রম বিভাগ মঙ্গলবার জানিয়েছে, আগস্টে ভোক্তা মূল্যবৃদ্ধি এক বছর আগের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা আগের মাসের ২ দশমিক ৭ শতাংশ থেকে বেশি এবং জানুয়ারির পর থেকে এটি সবচেয়ে বড় বৃদ্ধি। অস্থির খাদ্য ও জ্বালানি বিভাগ বাদ দিলে, মূল মূল্যবৃদ্ধি ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে, যা জুলাইয়ের মতোই। উভয় পরিসংখ্যানই ফেডারেল রিজার্ভের ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
এই পরিসংখ্যানগুলো ফেডারেল ব্যাংককে কিছুটা চ্যালেঞ্জের মুখে তুলে ধরেছে। কারণ কেন্দ্রীয় ব্যাংক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সুদের হার কমানোর জন্য অবিরাম চাপের সম্মুখীন হচ্ছে।
মুদ্রাস্ফীতি উচ্চতর হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার এখন ৪ দশমিক ৩ শতাংশ। গত সপ্তাহে সাপ্তাহিক বেকারত্বের হার বেড়েছে। এরইমধ্যে প্রতিষ্ঠানগুলো ইঙ্গিত দিয়েছে, নতুন করে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা বাড়তে পারে।
   
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।