পিরোজপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Published: 14th, September 2025 GMT
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তার ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাউদখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
ঋণের দায়ে চার মৃত্যু, সেই ঋণ করেই ১২০০ মানুষকে খাওয়াল পরিবার
বরিশালে দুই বাসের সংঘর্ষে আহত ৬
মামলার এজাহার সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর থেকে রিয়াজ বেপরোয়া জীবনযাপন শুরু করেন। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। এতে বাবা নাসির উদ্দিন আপত্তি করলে ক্ষিপ্ত হন রিয়াজ। পরবর্তীতে বাবার কাছে ভোগদখলীয় সম্পদ বিক্রি করে টাকা চান। জমি বিক্রি করে টাকা না দেওয়ায় ক্ষোভে তিনি বাবাকে হত্যা করেছেন। গত ১২-১৩ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।’’
ঢাকা/তাওহিদুল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা