ইমরানের সেই ‘বিশ্বাস’ রাখার মন্ত্র কি বাংলাদেশ দলে ছড়িয়ে দিতে পারবেন মুশতাক
Published: 16th, September 2025 GMT
‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর’—বাংলা প্রবাদটি পাকিস্তানের মুশতাক আহমেদকে কেউ বলেছেন কি না কে জানে! প্রবাদটি মুশতাক হয়তো কোনো দিন শুনে না থাকলেও তাঁর কথার প্রায় প্রতি বাক্যেই থাকে ‘বিশ্বাস’ শব্দটি।
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক এখন নিয়মিতই মুখোমুখি হন সংবাদমাধ্যমের। যেকোনো পরিস্থিতিতেই মুশতাক তাঁদের বলে যান ‘বিশ্বাস’ রাখার কথা। এখনকার পরিস্থিতিই ধরুন—এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার পথটা বেশ কঠিন। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে কেবল হারালেই চলবে না, বাংলাদেশকে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কাও যেন হারিয়ে দেয় রশিদ খানদের।
এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও ‘বিশ্বাস’ রাখতে বলেছেন মুশতাক। কোচ হিসেবে সেটি অবশ্য তিনি বলতেই পারেন। তবে তাঁর অতিরিক্ত ‘বিশ্বাসের’ কথা বলা নিয়ে মাঝেমধ্যে যে রসিকতা হয়, সেটা টের পেয়েছেন পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনারও।
দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম শত ক
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা