আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে থাকার কথা রাস্তায়, তাঁরা ছিলেন থানায়
Published: 19th, September 2025 GMT
রাজধানীর মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসানসহ তিন পুলিশ কর্মকর্তাকে শুক্রবার বিকেলে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। প্রশাসনিক কারণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যাহার হওয়া অপর দুই কর্মকর্তা হলেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) রাকিবুজ্জামান ও উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান।
শুক্রবার রাতে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো.
ডিএমপির একাধিক সূত্র জানায়, ডিএমপির কাছে গোপন তথ্য ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা আজ ঢাকাজুড়ে ঝটিকা মিছিল বের করবেন। ওই তথ্যের ভিত্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নির্দেশনায় অপরাধ বিভাগের আটজন উপকমিশনার ও অন্যান্য ইউনিটের উপকমিশনারের নেতৃত্বে পুলিশ সদস্যরা সকাল থেকে মাঠে তৎপর ছিলেন।
পুলিশ বাধা দিলে মিছিলের পেছনে থাকা ব্যক্তিরা পুলিশের ওপর ককটেল ও বোমা নিক্ষেপ করবেন, ডিএমপির কাছে এমন গোয়েন্দা তথ্যও ছিল। ঝটিকা মিছিল ঠেকাতে তত্ত্বাবধানে ছিলেন ডিএমপির একাধিক অতিরিক্ত কমিশনার। তাঁরা পুলিশ সদস্যদের তৎপর থাকতে বারবার ওয়াকিটকিতে দিকনির্দেশনা দেন।
একপর্যায়ে একাধিক অতিরিক্ত কমিশনার মাঠপর্যায়ে তদারকিতে নামেন। এরই অংশ হিসেবে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম আজ শুক্রবার বেলা ৩টার দিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি পুলিশের দুটি টহল গাড়িসহ পাঁচটি গাড়ি থানা কম্পাউন্ডে দেখতে পান। অথচ এসব গাড়ি টহলে থাকার কথা।
পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম থানায় গিয়ে দেখতে পান, মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক তদন্ত, পরিদর্শক (অপারেশন) রাকিবুজ্জামান থানায় বসে আছেন। আর থানার কর্তব্যরত কর্মকর্তা মাসুদুর রহমান তাঁর দায়িত্ব পালন করছেন না। বিষয়টি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানার পর পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান, রাকিবুজ্জামান ও মাসুদুর রহমানকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল শ কর মকর ত ম হ ম মদপ র ড এমপ র
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা