হিন্দি, বাংলা থেকে অসমিয়া—বহু ভাষায় গেয়েছেন প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গ। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে ফেরে; এর মধ্যে জনপ্রিয় পাঁচটি গান নিয়ে প্রতিবেদনটি সাজানো হলো।

ইয়া আলী

বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমার গানটি জুবিনকে ভারতজুড়ে পরিচিতি এনে দিয়েছে। অনুরাগ বসু পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে ২০০৬ সালে। সাঈদ কাদরির লেখা গানটির সুর করেছেন প্রীতম চক্রবর্তী। সিনেমায় ইমরান হাশমি, কঙ্গনা রনৌতসহ অনেকে অভিনয় করেছেন।

চোখের জলে

‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমার গানটি বহু শ্রোতাকে কাঁদিয়েছে। গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন দেব। গানটি এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটির সংগীতায়োজন করেছেন জিৎ গাঙ্গুলি।

পিয়া রে

‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার গানটিও বেশ জনপ্রিয়। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটির সংগীতায়োজন করেছেন জিৎ গাঙ্গুলি।

আরও পড়ুনদুর্ঘটনায় ‘ইয়া আলী’ গানের গায়ক জুবিন মারা গেছেন১৬ ঘণ্টা আগে

বোঝে না সে বোঝে না

‘প্রেম আমার’ সিনেমার গানটি শ্রোতাদের মধ্যে আলোড়ন তুলেছিল। গৌতম সুস্মিতের লেখা গানটির সুর করেছেন জিৎ গাঙ্গুলি।

ঢাকার পোলা

ভারতের বাইরে ঢাকার একাধিক গানেও কণ্ঠ দিয়েছেন জুবিন গার্গ। এর মধ্যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার ‘ঢাকার পোলা’ গানটিও রয়েছে। আকাশের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দেন তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন ম র গ নট গ নট র স কর ছ ন

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের আরেকটি দেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল রবিবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। খবর আল-জাজিরার।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের আসন্ন উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

এর আগে, গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থি সরকারের পাশাপাশি আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। একই সঙ্গে স্পেন অন্যান্য ইইউ দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়। তবে সেই সময় পর্তুগাল সতর্ক অবস্থান নেয়।

আরো পড়ুন:

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে এখনও অল্প কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সুইডেন, সাইপ্রাস ও কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র। ফলে পর্তুগালের সিদ্ধান্ত ফিলিস্তিনের প্রতি ইউরোপের অবস্থানকে আরো স্পষ্ট করবে বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করেছে, সেগুলোর মধ্যে ফ্রান্স যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গের নাম রয়েছে।
 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ