‘ইয়া আলী’ থেকে ‘ঢাকার পোলা’—জুবিনের জনপ্রিয় পাঁচ গান
Published: 20th, September 2025 GMT
হিন্দি, বাংলা থেকে অসমিয়া—বহু ভাষায় গেয়েছেন প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গ। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে ফেরে; এর মধ্যে জনপ্রিয় পাঁচটি গান নিয়ে প্রতিবেদনটি সাজানো হলো।
ইয়া আলী
বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমার গানটি জুবিনকে ভারতজুড়ে পরিচিতি এনে দিয়েছে। অনুরাগ বসু পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছে ২০০৬ সালে। সাঈদ কাদরির লেখা গানটির সুর করেছেন প্রীতম চক্রবর্তী। সিনেমায় ইমরান হাশমি, কঙ্গনা রনৌতসহ অনেকে অভিনয় করেছেন।
চোখের জলে
‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমার গানটি বহু শ্রোতাকে কাঁদিয়েছে। গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন দেব। গানটি এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটির সংগীতায়োজন করেছেন জিৎ গাঙ্গুলি।
পিয়া রে
‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার গানটিও বেশ জনপ্রিয়। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানটির সংগীতায়োজন করেছেন জিৎ গাঙ্গুলি।
আরও পড়ুনদুর্ঘটনায় ‘ইয়া আলী’ গানের গায়ক জুবিন মারা গেছেন১৬ ঘণ্টা আগেবোঝে না সে বোঝে না
‘প্রেম আমার’ সিনেমার গানটি শ্রোতাদের মধ্যে আলোড়ন তুলেছিল। গৌতম সুস্মিতের লেখা গানটির সুর করেছেন জিৎ গাঙ্গুলি।
ঢাকার পোলা
ভারতের বাইরে ঢাকার একাধিক গানেও কণ্ঠ দিয়েছেন জুবিন গার্গ। এর মধ্যে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার ‘ঢাকার পোলা’ গানটিও রয়েছে। আকাশের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দেন তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন ম র গ নট গ নট র স কর ছ ন
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা