এশিয়া কাপের নিয়ম লঙ্ঘনের অভিযোগে পিসিবিকে মেইল করেছিল আইসিসি। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পিসিবি সেই মেইলের উত্তর দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে দাবি করা হয়েছে, আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে আইসিসির নিয়মের মধ্যে থেকেই তাদের মিডিয়া ম্যানেজার ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এবং টিম অফিশিয়ালদের বৈঠক ভিডিও করেছেন।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ ও নিয়ম ভাঙার অভিযোগে মেইল করেছিলেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা। পিসিবির বিরুদ্ধে ‘অশোভন আচরণ’ এবং খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নির্ধারিত এলাকার (পিএমওএ) একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলা হয় সেই মেইলে। পাইক্রফট ক্ষমা চেয়েছেন জানিয়ে পিসিবি যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তা নিয়েও প্রশ্ন তোলা হয় আইসিসির পক্ষ থেকে। ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়, এসিসির একজন ভেন্যু ম্যানেজারের ভুল–বোঝাবুঝির কারণে শুধু অনুশোচনা প্রকাশ করেছেন পাইক্রফট।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইস স র

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, “ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।”

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

ঢাকা/শাহীন/এস

সম্পর্কিত নিবন্ধ