‘হানিয়া আমির খালি পেটে ৩–৪টা নাগা মরিচ দিয়ে ফুচকা খেয়েছে’
Published: 20th, September 2025 GMT
নব্বই দশকের জনপ্রিয় নায়ক নাঈমের আরেকটি পরিচয়, তিনি নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র। দেশের চলচ্চিত্রের একসময়ের ব্যস্ত নায়ক নাঈম এখন আর অভিনয়ে নিয়মিত নন। নিজের মতো করে পরিবার নিয়ে ব্যস্ত সময় কাটে তাঁর। নাঈমের দুই সন্তানের একজন নামিরা নাঈম দেশে পড়াশোনা শেষ করে পোশাকের প্রতিষ্ঠান চালু করেছেন, আরেকজন মাহাদিয়া নাঈম এখন দেশের বাইরে আছেন। নবাব পরিবারের বংশধর নামিরার সঙ্গে দেখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমিরের সঙ্গে। তাঁরা একসঙ্গে তিন ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন। ঢাকার আহসান মঞ্জিলে কাটানো সময়টা বেশ উপভোগ্য ছিল বলে জানালেন নামিরা।
আরও পড়ুনহানিয়া আমির ও কারিনার অনুকরণে অপু বিশ্বাস...১৭ সেপ্টেম্বর ২০২৫হানিয়া আমির
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মনিকার প্রেম ভাঙল
মার্কিন নির্মাতা টিম বার্টন ও ইতালিয়ান অভিনেত্রী–মডেল মনিকা বেলুচ্চি দুই বছরের সম্পর্কের ইতি টানলেন। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে তাঁরা আলাদা হওয়ার ঘোষণা দেন। খবর পিপলডটকমের
বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্পরিক সম্মান ও গভীর যত্নের মধ্য দিয়েই টিম বার্টন ও মনিকা বেলুচ্চি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
রেড কার্পেট থেকে প্রেম
দুজনের প্রথম দেখা হয়েছিল ২০০৬ সালে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। তখন দুজনই অন্য সম্পর্কে ছিলেন। ২০২২ সালে ফ্রান্সের লুমিয়ের উৎসবে বেলুচ্চি বার্টনকে আজীবন সম্মাননা তুলে দেওয়ার সময় তাঁদের আবার দেখা হয়। সেই সূত্রেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরের বছর অক্টোবর মাসে রোম ফিল্ম ফেস্টিভ্যালে যুগল হিসেবে প্রথমবার প্রকাশ্যে আসেন তাঁরা। এরপরই সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।