লিভারপুল ২: ১ এভারটন  

প্রতিপক্ষ বদলায়, বদলায় ভেন্যু। কিন্তু এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত যা বদলায়নি তা হলো, লিভারপুলের পারফরম্যান্স। দিন শেষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের দলই।

অ্যানফিল্ডে আজ প্রিমিয়ার লিগ নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখল লিভারপুল, ম্যাচটা জিতল ২-১ গোলে। জয়ী দলের হয়ে একটা করে গোল করেছেন রায়ান গ্রাভেনবার্চ ও উগো একিতিকে। এভারটনের একমাত্র গোলটা ইদ্রিসা গানা গেয়ের।

এই মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে সবগুলোই জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবারের লিগে এখন শতভাগ জয়ের রেকর্ডও একমাত্র তাদেরই। ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও অল রেডরা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ওশান ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতায় পুরস্কারজয়ী ১০ ছবি

ছবি: জিয়ালিং কাই

সম্পর্কিত নিবন্ধ