পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ফরেস্টার ঢালা সংলগ্ন সৈকতে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের ইরাবতী প্রজাতির ডলফিনটি স্থানীয়রা প্রথম দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীরা বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভার সহায়তায় মৃত ডলফিনটি মাটিচাপা দেয়।

স্থানীয় স্বেচ্ছাসেবীরা জানান, ভোরের জোয়ারে ডলফিনটি তীরে উঠে আসে বলে ধারণা করা হচ্ছে। ডলফিনটির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। এমনকি চামড়ার অংশও উঠে গেছে।

আরো পড়ুন:

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

সৈকতে ভেসে এল দুই মৃত ডলফিন

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কে এম মনিরুজ্জামান জানান, যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে, সেজন্য মৃত ডলফিনটি মাটির নিচে চাপা দেওয়া হয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘‘চলতি বছরে এ উপকূলে অন্তত ১০টি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিন মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করা জরুরি।’’

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘‘বর্ষা মৌসুমে প্রায়ই মৃত ডলফিন ভেসে আসে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও সামুদ্রিক প্রাণী সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন রক্ষা রাষ্ট্রের দায়িত্ব।’’

ঢাকা/ইমরান/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ডলফ ন ম ত ডলফ ন ভ স

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ