রূপগঞ্জ উপজেলা মানবতার ডাকে এক হোক, রূপগঞ্জে অসহায়ের পাশে দাঁড়াতে সেভ দ্য রূপগঞ্জ এর পথচলা শুরু উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ১০ টায় তারাব পৌর অডিটোরিয়ামে সভাপতিত্ব করেন আহবায়ক সেভ দ্য রূপগঞ্জ এড. আব্দুল কুদ্দুছ এবং সেভ দ্য রূপগঞ্জ আহবায়ক কমিটির সদস্য শহিদুল্লা গাজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাজী এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া। 

প্রধান অতিথি বলেন,আমরা এখানে একত্রিত হয়েছি একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রূপগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেভ দ্য রূপগঞ্জ শুধু একটি নাম নয়, এটি একটি অঙ্গীকার।

আমাদের এই পথচলায় আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আসুন আমরা সকলে মিলে মানবতার জন্য এক হই এবং রূপগঞ্জকে একটি উন্নত ও মানবিক রূপে গড়ে তুলি।

প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা.

মোঃ রাশিদুন নবী খান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জজকোর্টের পি,পি এড. আবুল কালাম আজাদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম,সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম,পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে চেয়ারম্যান আবুল হোসেন, সি.টি.ব্যবস্থাপক ফামাসিষ্ট ইউসুফ চৌধুরী,সাবিক ব্যবস্থাপনায় আলহাজ্ব আঃ মতিন,ড.আবু হানিফ, মাহমুদ খান,প্রভাষক মোঃ মিয়াজ উদ্দিনসহ অনেকে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ স ভ দ য র পগঞ জ উপস থ ত ছ ল ন

এছাড়াও পড়ুন:

 কে এই জোহরান মামদানি?  

নিউইয়র্ক পেলো প্রথম মুসলিম মেয়র। যার নাম জোহরান মামদানি। তিনি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট দলের একজন নেতা। জোহরান মামদানির জন্ম উগান্ডার কাম্পালায় একটি ভারতীয় পরিবারে। তার বাবা প্রখ্যাত শিক্ষাবিদ মাহমুদ মামদানি এবং মা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

জোহরান মামদানির বয়স যখন পাঁচ বছর, তখন তার পরিবার দক্ষিণ আফ্রিকায় চলে যায় এবং সাত বছর বয়সে তারা নিউ ইয়র্ক সিটিতে বসতি স্থাপন করে। এই সিটিতেই বেড়ে উঠেছেন জোহরান মামদানি।
 
ইংরেজি ছাড়াও, তিনি হিন্দি-উর্দু, বাংলা, স্প্যানিশ এবং চীনা ভাষায় কথা বলতে পারেন, যা তিনি তার নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছেন। 

আরো পড়ুন:

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হয়ে ইতিহাস গড়লেন জোহরান মামদানি

নিউ ইয়র্কে মেয়র নির্বাচন আজ, কুওমোকে সমর্থন ট্রাম্পের

জোহরান মামদানি একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে শ্রমিক শ্রেণির অধিকারের জন্য লড়াই করেন। ট্যাক্সি ড্রাইভারদের ঋণ মুক্তির জন্য অনশন ধর্মঘটেও অংশ নিয়েছিলেন। জোহরান মামদানি তার প্রগতিশীল রাজনৈতিক অবস্থানের কারণে নিউ ইয়র্কের রাজনীতিতে বেশ আলোচিত ব্যক্তিত্ব। তিনি বিভিন্ন সম্প্রদায়ের, বিশেষ করে ভারতীয় বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয়। 

একসময়ের আন্ডারডগ থেকে মূল ধারার রাজনীতিকে পরিণত হওয়া এই নেতার অসাধারণ উত্থান দেখলো পৃথিবী। 

সূত্র: দ্য গার্ডিয়ান ও বিবিসি অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ