সূর্যকুমার কেন ১১ নম্বরে—এ নিয়ে গাভাস্কার পরিবারে বিভেদ
Published: 20th, September 2025 GMT
সূর্যকুমার যাদব হয়তো নিজের রেকর্ডটাই ধরে রাখতে চেয়েছেন!
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটিং অর্ডারে সূর্যকুমার কখনো পাঁচের নিচে ব্যাটিং করেননি। কাল ওমানের বিপক্ষে সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলদের আগে পাঠানোয় ভারত অধিনায়কের ৫ নম্বরের পরে ব্যাটিং করা অনেকটা অবধারিত হয়ে যায়।
তবে সবাইকে অবাক করে দিয়ে ভারত ৮ উইকেট হারানোর পরও সূর্য ব্যাটিংয়ে নামেননি। ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে ড্রেসিংরুমে অপেক্ষা করেছেন। সূর্যর এই সিদ্ধান্ত নিয়ে আলোচনায় গাভাস্কার পরিবারে তৈরি হয়েছে বিভাজন।
ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার যেখানে ভারতীয় অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন, সেখানে তাঁর ছেলে ও সাবেক ক্রিকেটার রোহান গাভাস্কার মনে করেন, সূর্যকুমার বিশ্রাম নিলেই ভালো হতো এবং সুযোগ দেওয়া যেত অন্য কাউকে। এশিয়া কাপে গ্রুপপর্বে আবুধাবিতে কাল শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারায় ভারত। ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান তোলে তারা। সূর্যর আগে ব্যাট করতে নেমেছেন হর্ষিত রানা, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব।
কাল ওমানকে হারিয়েছে ভারত।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা