বরগুনায় ১২ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু
Published: 20th, September 2025 GMT
বরগুনার পাথরঘাটায় গত ১২ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো চারজন রোগী মারা গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলা সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৫১ জনের।
সিভিল সার্জন জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন এবং খুলনায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন- পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের সুজন ঢালীর মেয়ে শুল্কা ঢালী (১৩), আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫), কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা গ্রামের নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫) ও সদর ইউনিয়নের রুহিতা গ্রামের আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নূরজাহান বেগম (৭৫)।
জেলা সিভিল সার্জন আবু ফাত্তাহ বলেন, ‘‘ডেঙ্গু আক্রান্ত রোগী ও পরিবারের অবহেলা রোগীকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। সঠিক সময়ে চিকিৎসা অথবা উন্নত চিকিৎসা করাতে পারলে মৃত্যুর সংখ্যা বাড়ত না।’’
তিনি আরো বলেন, গত কয়েকদিনের বৃষ্টি শেষে এখন প্রখর রোদের কারণে এডিস মশা বংশ বিস্তার করেছে। এ সময় সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন তিনি।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৯২৪ জনের।
ঢাকা/ইমরান/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা