দুরারোগ্য অসুস্থতায় রোগীর সবচেয়ে বড় শক্তি তাঁর মানসিক শক্তি। নিজেকে কর্মব্যস্ত রাখার চেষ্টা থেকে এ শক্তি আসে। সেটি সম্ভব হয় তাঁর পরিবার ও আত্মীয়দের ইতিবাচক মনোভাব থেকে। প্রত্যেক মানুষেরই সমাজের প্রতি দায় থেকে সেবামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত।

সেপ্টেম্বর প্রোস্টেট ক্যানসার সচেতনতার মাস উপলক্ষে আজ শনিবার বিকেলে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) ‘রবিপথ’ থেকে জীবনপথ: প্রোস্টেট ক্যানসার জয়ের গল্প শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ক্যানসারে আক্রান্ত নাট্যাভিনেতা আবুল হায়াত বলেন, ‘ব্যস্ত জীবনে চিকিৎসকের কাছে যাওয়া এবং নিজের সমস্যার কথা বলা নিয়ে অনেক সংশয় থাকে। আমারও ছিল। এটা ঠিক নয়।’ তিনি বলেন, ক্যানসারে আক্রান্ত রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন ইতিবাচক মনোভাব ধরে রাখা। নেতিবাচক ভাবনা থেকে নিজেদের সরিয়ে রাখা।

একজন ক্যানসার আক্রান্ত মানুষের জন্য কেয়ারগিভারদের যত্ন কতটা জরুরি, সে প্রসঙ্গে তিনি বলেন, কঠিন সময়ে মানসিক শক্তি জোগানোর কৃতিত্ব তাঁর স্ত্রী শিরিন হায়াতের। তাঁর স্ত্রী, সন্তান ও স্বজনেরা মানসিক শক্তি জুগিয়েছেন।

এই বরেণ্য অভিনেতা বলেন, বেঁচে থাকতে হলে আনন্দে থাকতে হবে। কাজ মানুষকে আনন্দ দেয়। যে যত কাজ করবে, তার জীবন তত সুন্দর।

আবুল হায়াত প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন দেশেই। ২০২১ সাল থেকে তাঁর চিকিৎসা চলছে।

সংস্কৃতিজন আফজাল হোসেন বলেন, এ রোগ অতি মারাত্মক। তবে তার চেয়েও বেশি মারাত্মক রোগ হচ্ছে এখন মানুষের সঙ্গে মানুষের বিচ্ছিন্নতা। আবুল হায়াতের লেখা ‘রবিপথ’ বই সম্পর্কে তিনি বলেন, এই বই একটা সময়। সেই সময়কে উপলব্ধি করতে পারলে জীবনের বোধ অন্য রকম হবে।

অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন মন ভ ব

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস

পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।

এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ