কেমন জীবনসঙ্গী চান, জানালেন জাহ্নবী
Published: 20th, September 2025 GMT
আবারও এক রোমান্টিক–কমেডি ছবিতে হাজির হচ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শশাঙ্ক খৈতান পরিচালিত ছবিটির নাম ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল জাহ্নবী অভিনীত রোমান্টিক–কমেডি ছবি ‘পরম সুন্দরী’। সেখানে তাঁকে দেখা গিয়েছিল বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে। এবার ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ট্রেলার উন্মোচনের আসরে জাহ্নবী জানিয়েছেন, ভবিষ্যতের জীবনসঙ্গীর মধ্যে তিনি কোন কোন গুণ দেখতে চান।
‘পরম সুন্দরী’ ছবির ‘সুন্দরী’ চরিত্রে অভিনয় করে তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন জাহ্নবী। এবার ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবির ‘তুলসী কুমারী’ হয়ে দর্শকদের মাতাতে আসছেন তিনি। পর্দায় একাধিকবার তাঁকে বিয়ের আসরে দেখা গেছে। কিন্তু বাস্তবে কবে সাত পাকে বাঁধা পড়বেন, সেই প্রশ্নও উঠেছিল অনুষ্ঠানে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ হ নব
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা