Prothomalo:
2025-09-20@23:40:36 GMT

আল্লাহর ৯৯ নাম ও তার ফজিলত

Published: 21st, September 2025 GMT

মানুষ তার রবকে যত বেশি চেনে, তার ইমান তত দৃঢ় হয়, ভালোবাসা তত গভীর হয়, আমল তত নিখুঁত হয়। আল্লাহর পরিচয় জানার সর্বোত্তম উপায় হলো তাঁর সুন্দর নাম ও গুণাবলি জানা। কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, “আল্লাহরই সবচেয়ে সুন্দর নামসমূহ রয়েছে। সুতরাং তোমরা তাঁকে সে নামগুলোর মাধ্যমে ডাকো।” (সুরা আ’আরাফ, আয়াত: ১৮০)

হাদিসে এসেছে, “আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে। যে এগুলো মুখস্থ করে, বুঝে ও আমল করে, সে জান্নাতে প্রবেশ করবে।” (সহিহ বুখারি, হাদিস: ২৭৩৬; সহিহ মুসলিম, হাদিস: ২৬৭৭)

এ থেকে বোঝা যায়, আল্লাহর নামগুলো জানা, সেগুলো দিয়ে দোয়া করা ও জীবনে প্রয়োগ করা হলো ঈমানের গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুনইসমে আজমের শক্তি ও রহস্য৩০ জুন ২০২৫আল্লাহর ৯৯ নামের তালিকা

১.

আল্লাহ – উপাসনার একমাত্র যোগ্য

২. আর-রহমান – অসীম দয়ালু

৩. আর-রহিম – পরম করুণাময়

৪. আল-মালিক – জগতের একচ্ছত্র মালিক

৫. আল-কুদ্দুস – পরম পবিত্র

৬. আস-সালাম – শান্তি ও নিরাপত্তার উৎস

৭. আল-মুমিন – নিরাপত্তা দানকারী

৮. আল-মুহাইমিন – অভিভাবক ও রক্ষক

৯. আল-আজিজ – পরাক্রমশালী

১০. আল-জাব্বার – ইচ্ছামতো সবকিছু নিয়ন্ত্রণকারী

১১. আল-মুতাকাব্বির – মহিমাময়

১২. আল-খালিক – স্রষ্টা

১৩. আল-বারি – নিখুঁতভাবে সৃষ্টিকারী

১৪. আল-মুসাওয়ির – আকৃতি দানকারী

১৫. আল-গফ্ফার – অপরাধ ক্ষমাকারী

১৬. আল-কাহহার – প্রভাবশালী

১৭. আল-ওয়াহ্‌হাব – সীমাহীন দানশীল

১৮. আর-রাযযাক – রিজিকদাতা

১৯. আল-ফাত্তাহ – উন্মোচনকারী

২০. আল-আলিম – সর্বজ্ঞ

২১. আল-ক্বাবিদ – সংযমকারী

২২. আল-বাসিত – প্রাচুর্যদানকারী

২৩. আল-খাফিদ – মর্যাদা হ্রাসকারী

২৪. আর-রাফি – মর্যাদা উন্নীতকারী

২৫. আল-মুই’জ্জ – সম্মান দানকারী

২৬. আল-মুযিল্ল – অপমান দানকারী

২৭. আস-সামি – সর্বশ্রোতা

২৮. আল-বাসীর – সর্বদ্রষ্টা

২৯. আল-হাকাম – বিচারক

৩০. আল-আদল – ন্যায়পরায়ণ

৩১. আল-লতিফ – সূক্ষ্মদর্শী ও সদয়

৩২. আল-খবির – সব বিষয়ে অবহিত

৩৩. আল-হালিম – সহনশীল

৩৪. আল-আজিম – মহান

৩৫. আল-গফুর – ক্ষমাশীল

৩৬. আশ-শাকুর – কৃতজ্ঞতা গ্রহণকারী

৩৭. আল-আলী – সর্বোচ্চ

৩৮. আল-কবির – মহত্তম

৩৯. আল-হাফিজ – সংরক্ষণকারী

৪০. আল-মুকিত – জীবিকার যোগানদাতা

৪১. আল-হাসিব – হিসাব গ্রহণকারী

৪২. আল-জলিল – গৌরবময়

৪৩. আল-করিম – উদার দাতা

৪৪. আর-রকিব – তত্ত্বাবধায়ক

৪৫. আল-মুজিব – সাড়া দানকারী

৪৬. আল-ওয়াসি – সীমাহীন

৪৭. আল-হাকিম – প্রজ্ঞাময়

৪৮. আল-ওয়াদুদ – প্রেমময়

৪৯. আল-মাজিদ – মহিমান্বিত

৫০. আল-বা’স – পুনরুত্থানকারী

৫১. আশ-শাহিদ – সাক্ষী

৫২. আল-হাক্ক – পরম সত্য

৫৩. আল-ওকিল – ভরসাযোগ্য

৫৪. আল-ক্বাওই – শক্তিশালী

৫৫. আল-মাতিন – দৃঢ়শক্তিধর

৫৬. আল-ওয়ালি – সাহায্যকারী অভিভাবক

৫৭. আল-হামিদ – প্রশংসার অধিকারী

৫৮. আল-মুহসি – গণনাকারী

৫৯. আল-মুবদি – সৃষ্টির সূচনা দানকারী

৬০. আল-মুই’দ – পুনরায় সৃষ্টি দানকারী

৬১. আল-মুহই – জীবনদাতা

৬২. আল-মুমিত – মৃত্যুদাতা

৬৩. আল-হাইয়্যু – চিরঞ্জীব

৬৪. আল-কাইয়ুম – ধারক ও পালনকর্তা

৬৫. আল-ওয়াজিদ – সন্ধানকারী

৬৬. আল-মাজিদ – মহিমান্বিত

৬৭. আল-ওয়াহিদ – একক

৬৮. আস-সামাদ – অমুখাপেক্ষী

৬৯. আল-কাদির – সর্বশক্তিমান

৭০. আল-মুকতাদির – নিয়ন্ত্রণকারী

৭১. আল-মুকাদ্দিম – অগ্রগামীকারী

৭২. আল-মুআখখির – পশ্চাদপসারক

৭৩. আল-আউয়াল – সবার আগে

৭৪. আল-আখির – সবার পরে

৭৫. আয-যাহির – প্রকাশ্য

৭৬. আল-বাতিন – অদৃশ্য

৭৭. আল-ওয়ালি – অভিভাবক

৭৮. আল-মুতাআলি – মর্যাদাবান

৭৯. আল-বার্‌র – কল্যাণকারী

৮০. আত-তাওয়াব – তওবা গ্রহণকারী

৮১. আল-মুনতাকিম – প্রতিশোধ গ্রহণকারী

৮২. আল-আফু – ক্ষমাশীল

৮৩. আর-রউফ – দয়ালু

৮৪. মালিকুল মুলক – সবকিছুর মালিক

৮৫. যুল জালালি ওয়াল ইকরাম – মহিমা ও সম্মানের অধিকারী

৮৬. আল-মুকসিত – ন্যায়বিচারকারী

৮৭. আল-জামি – একত্রকারী

৮৮. আল-গানি – অমুখাপেক্ষী

৮৯. আল-মুগনি – সম্পদদাতা

৯০. আল-মানি – বাধাদানকারী

৯১. আদ-দার – ক্ষতিসাধনকারী

৯২. আন-নাফি – উপকার দানকারী

৯৩. আন-নূর – আলো

৯৪. আল-হাদি – পথপ্রদর্শক

৯৫. আল-বাদি – অভিনব স্রষ্টা

৯৬. আল-বাকি – চিরস্থায়ী

৯৭. আল-ওয়ারিস – উত্তরাধিকারী

৯৮. আর-রশিদ – দিশাদাতা

৯৯. আস-সবুর – ধৈর্যশীল

আরও পড়ুনআল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম ‘আল্লাহ’০২ জুন ২০২৫আল্লাহর নামের ফজিলত

১. আল্লাহর নাম দ্বারা দোয়া কবুল হয়: “সবচেয়ে সুন্দর নাম আল্লাহরই। তাই সে নামগুলো দিয়ে তাঁকে ডাকো।” (সুরা আ’আরাফ, আয়াত: ১৮০)

২. আল্লাহর নাম মুখস্থ ও বোঝা জান্নাতের পথ: “যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ রাখবে ও বুঝবে, সে জান্নাতে প্রবেশ করবে।” (সহিহ মুসলিম, হাদিস: ২৬৭৭)

৩. আল্লাহর নাম জীবনে প্রভাব ফেলে: ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেছেন: “আল্লাহর নামগুলো কেবল মুখস্থ রাখার জন্য নয়, বরং সেগুলো মানুষকে আল্লাহর মহিমা ও গুণাবলির প্রতি জাগ্রত করে।” (ইবনুল কাইয়িম, আল-নুনিয়্যা, ২/৯১, দারুস সালাম, রিয়াদ, ২০০৫)

আল্লাহর সুন্দর নামগুলো হলো ইমানের রশ্মি, হৃদয়ের প্রশান্তি এবং দোয়ার চাবিকাঠি। মুসলমানের উচিত এই নামগুলো মুখস্থ করা, দোয়া-ইবাদতে ব্যবহার করা এবং জীবনে প্রতিফলিত করা। যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর নামগুলো জানবে ও মানবে, তার ইমান হবে দৃঢ়, আমল হবে খাঁটি, আর জীবন হবে প্রশান্তির।

আরও পড়ুনমহান আল্লাহর হাসি১১ জুলাই ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ন দর ন ম গ রহণক র আল ল হ আল ম ক ন মগ ল

এছাড়াও পড়ুন:

বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের যৌথ অনুশীলন সমাপ্ত

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩' শীর্ষক যৌথ অনুশীলন মহড়া শেষ হ‌য়ে‌ছে।

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়। শেষ হয় গত ১৮ সেপ্টেম্বর।

আরো পড়ুন:

ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ বেড়েছে যুক্তরাজ্যে

ট্রাম্পকে ইউক্রেনের পাশে থাকার আহ্বান রাজা চার্লসের

সমাপনী অনুষ্ঠানে বক্তব‌্য রা‌খেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।

দুই দেশের অংশগ্রহণকারীদের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মহড়ায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর কর্মকর্তা এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে। বিভিন্ন প্রতিকূল অবস্থা ও আপদকালীন সংকট নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপটার ও পরিবহন বিমানসমূহ ব্যবহার করা হয়ে থাকে। ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩' এ মূলত আপদকালীন এবং প্রতিকূল অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপটার ও পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন অনুশীলন পরিচালনা করা হয়।

‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩' এ বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এম আই-১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান, বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন সদস্য এবং ইউএস প্যাসিফিক এয়ারফোর্স এর ৯২ জন সদস্য অংশগ্রহণ করে। এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা মহড়ায় অংশগ্রহণ করেন।

এই যৌথ অনুশীলনের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনী শুধু পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ই করবে না, বরং আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি, কৌশলগত সহযোগিতা জোরদার, এবং আস্থা ও বিশ্বাসের বন্ধনকে আরো সুদৃঢ় করবে। পাশাপাশি বিমান বাহিনীর চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় জনগণকে সেবা প্রদান দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরো মানবিক ও স্থিতিশীল ভিত্তি প্রদান করবে।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত নিবন্ধ

  • বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সের যৌথ অনুশীলন সমাপ্ত
  • বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া সমাপ্ত
  • কৃষকদের পর্যাপ্ত সহায়তা না দিলে কৃষি উৎপাদন ও বাজারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে: গভর্নর