ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ চার জন আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টার সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারের সাক্ষাৎ

গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

পথচারীরা আহতদের উদ্ধার করে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নয়ন (২৭) ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে (৩৮) মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন—স্বর্ণা (১৯), শামসুল হক (৭৮), তারেক (২৯)। তারা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার সোনাকান্দা গ্রামে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন বলে স্বজনরা জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ রাব্বি বলেন, “মোটরসাইকেলে তিন জন ও অটোরিকশায় চার জন ছিলেন। মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও চার জন আহত হয়েছেন।”

ঢাকা/বুলবুল/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত দ র ঘটন

এছাড়াও পড়ুন:

ইন্দোনেশিয়ায় মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুলের মসজিদে বিস্ফোরণে ৫৪ জন আহত হয়েছে। জুমার নামাজ চলাকালে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার জানিয়েছে জাকার্তা পোস্ট। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কেলাপা গাদিংয়ের নৌবাহিনীর একটি কম্পাউন্ডের মধ্যে অবস্থিত মসজিদের ভেতরে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ওই সময় শিক্ষার্থী ও শিক্ষকরা শুক্রবারের নামাজে অংশ নিচ্ছিলেন। প্রাথমিক প্রতিবেদনে ২০ জন নিহত হওয়ার কথা বলা হলেও পরে পুলিশ নিশ্চিত করে যে আহতদের সংখ্যা ৫৪ জনে দাঁড়িয়েছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

জাকার্তা পুলিশের প্রধান মহাপরিদর্শক আসেপ এদি সুহেরি জানান, আহতদের বেশিরভাগই ছাত্র এবং স্কুল কর্মী। তারা কাঁচের টুকরো এবং বিস্ফোরণের চাপে আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি  জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তকারীরা এখনো বিস্ফোরণের সাথে সন্ত্রাসবাদের যোগসূত্রের প্রমাণ পাননি। 

ডিটাচমেন্ট ৮৮ এর মুখপাত্র মায়ন্দ্রা একা ওয়ারধানা জানিয়েছেন, এই ঘটনায় ইচ্ছাকৃতভাবে বিস্ফোরক ব্যবহার করা হয়েছে কিনা তা নির্ধারণের জন্য অভিজাত সন্ত্রাসবিরোধী ইউনিট মোতায়েন করা হয়েছে। 

তিনি বলেন, “আমাদের দল কোনো সন্ত্রাসী উদ্দেশ্য বা নেটওয়ার্ক জড়িত কিনা তা মূল্যায়ন করছে।”

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাস্থ্য কার্ডধারী জুলাই আহতদের সেবা দিতে হাসপাতালগুলো ব্যর্থ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • ইন্দোনেশিয়ায় মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪