৬ জেলা ও ১৫ ক্লাবের কাউন্সিলর ছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশ
Published: 23rd, September 2025 GMT
পুনরায় তফসিল সংশোধন করে এবার নির্ধারিত সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার কিছু সময় পর এই খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
গতকাল ছিল খসড়া ভোটার তালিকা প্রকাশের শেষ দিন৷ আজ পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করে। তাতে ভোটার তালিকা প্রকাশের সময় একদিন পিছিয়ে যায়। এবং নির্বাচনের আরও কিছু কার্যক্রম বডিলি শিফট করেছে। তবে ৬ অক্টোবর নির্ধারিত দিনেই হবে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন।
আরো পড়ুন:
দুই দিন পেছাল বিসিবি নির্বাচন
বিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
পরিচালক পদের নির্বাচনের জন্য ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া আলোচনায় থাকা তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর হয়েছেন।
সব মিলিয়ে খসড়া তালিকায় ভোটার সংখ্যা ১৭৭ জন। ক্যাটাগরি-১ থেকে আছেন ৭১ জন। ২ নম্বর ক্যাটাগরি থেকে থাকার কথা ৭৬ জনের। তবে সেখানে নাম আছে কেবল ৬১ জনের। ৩ নম্বর ক্যাটেগরিতে আছে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের প্রতিনিধিরা। এখানে আছেন ৪৫ জন।
৬টি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির জায়গা ফাঁকা রাখা হয়েছে। এছাড়াও কাউন্সিলর তালিকায় রাখা হয়নি ১৫টি ক্লাব। এছাড়া রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে আছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার নামের পাশে উল্লেখ করা আছে, সোমবার রাত সাড়ে ৮টায় তার নাম জমা পড়েছে। নির্ধারিত সময়ের পর তার ফর্ম জমা পরে বিসিবিতে।
১৫টি ক্লাব নিয়ে বিসিবি ব্যাখ্যা দিয়েছে, যেহেতু দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযোগির বিষয়ে প্রকাশ্য তদন্তের সুপারিশ করিয়াছে তাই ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ বিবেচনা করে ও জাতীয় স্বার্থে উক্ত নির্বাচন কমিশন ১৫টি ক্লাবকে বাইরে রেখে ৬১ ক্লাব নিয়ে ক্যাটেগরি-২ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করিবার সিদ্ধান্ত গ্রহণ করে।
বিসিবির মাধ্যমে মনোনীত সাবেক খেলোয়াড়দের মধ্যে আছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ হাসিবুল হোসেন শান্ত।
ভোটারের তালিকায় সাবেক ক্রিকেটাররা হলেন গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, এস এম রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন।
বিসিবির পরিচালক হবেন মোট ২৫ জন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। বাকি ২৩ জন পরিচালককে নির্বাচিত করবেন কাউন্সিলররা। বোর্ডের ২৫ পরিচালক পদের মধ্যে ১২ জনই আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে থাকেন ১০ জন প্রতিনিধি। পরে পরিচালকদের মধ্য থেকেই সভাপতি নির্বাচিত হবেন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ প রক শ
এছাড়াও পড়ুন:
রাশিয়া থেকে প্রথমবার পণ্যবাহী ট্রেন পৌঁছেছে ইরানের বন্দরে
রাশিয়া থেকে যাত্রা করা একটি পণ্যবাহী ট্রেন গতকাল শনিবার ইরানের আপরিন ড্রাই বন্দরে পৌঁছেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাশিয়া থেকে কোনো পণ্যবাহী ট্রেন ইরানের এ বন্দরে পৌঁছেছে।
এ ঘটনা রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেয়। সেই সঙ্গে এটাকে ইরান, রাশিয়া এবং মধ্য এশিয়ার প্রতিবেশীদের সঙ্গে নিয়মিত ট্রেন চলাচল শুরুর বিষয়ে একটি বড় পদক্ষেপ ধরা হচ্ছে।
পণ্যবাহী ট্রেনটিতে ৬২টি কনটেইনার রয়েছে। একেকটি কনটেইনার ৪০ ফুট দীর্ঘ। সেগুলোতে কাগজ, পাল্প আর সংশ্লিষ্ট নানা পণ্য রয়েছে। ট্রেনটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৯০০ কিলোমিটার উত্তর থেকে ইরান ও ইরাকের উদ্দেশে যাত্রা করে।
শুরুতে রাশিয়া, এরপর কাজাখস্তান ও তুর্কমেনিস্তান পেরিয়ে ইরানে প্রবেশ করে পণ্যবাহী ট্রেনটি। এ ট্রেন ১২ দিনের যাত্রা শেষে ইরানি বন্দরটিতে এসে পৌঁছায়।
ইরান রেলওয়ের বাণিজ্য ও পরিচালনাবিষয়ক উপপরিচালক মোর্তেজা জাফারি শনিবার ইরনাকে বলেন, এ বছরের জুনে চীন থেকে প্রথম একটি পণ্যবাহী ট্রেন আপরিন ড্রাই বন্দরে এসে পৌঁছায়। এরপর থেকে এখানে এমন ৩০টি ট্রেন এসেছে।