পুনরায় তফসিল সংশোধন করে এবার নির্ধারিত সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার কিছু সময় পর এই খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

গতকাল ছিল খসড়া ভোটার তালিকা প্রকাশের শেষ দিন৷ আজ পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করে। তাতে ভোটার তালিকা প্রকাশের সময় একদিন পিছিয়ে যায়। এবং নির্বাচনের আরও কিছু কার্যক্রম বডিলি শিফট করেছে। তবে ৬ অক্টোবর নির্ধারিত দিনেই হবে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন।

আরো পড়ুন:

দুই দিন পেছাল বিসিবি নির্বাচন

বিসিবি নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন

পরিচালক পদের নির্বাচনের জন্য ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া আলোচনায় থাকা তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর হয়েছেন।

সব মিলিয়ে খসড়া তালিকায় ভোটার সংখ্যা ১৭৭ জন। ক্যাটাগরি-১ থেকে আছেন ৭১ জন। ২ নম্বর ক্যাটাগরি থেকে থাকার কথা ৭৬ জনের। তবে সেখানে নাম আছে কেবল ৬১ জনের। ৩ নম্বর ক্যাটেগরিতে আছে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, সাবেক অধিনায়ক ও ক্রিকেটারদের প্রতিনিধিরা। এখানে আছেন ৪৫ জন।

৬টি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির জায়গা ফাঁকা রাখা হয়েছে। এছাড়াও কাউন্সিলর তালিকায় রাখা হয়নি ১৫টি ক্লাব। এছাড়া রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে আছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার নামের পাশে উল্লেখ করা আছে, সোমবার রাত সাড়ে ৮টায় তার নাম জমা পড়েছে। নির্ধারিত সময়ের পর তার ফর্ম জমা পরে বিসিবিতে।

১৫টি ক্লাব নিয়ে বিসিবি ব্যাখ্যা দিয়েছে, যেহেতু দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযোগির বিষয়ে প্রকাশ্য তদন্তের সুপারিশ করিয়াছে তাই ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ বিবেচনা করে ও জাতীয় স্বার্থে উক্ত নির্বাচন কমিশন ১৫টি ক্লাবকে বাইরে রেখে ৬১ ক্লাব নিয়ে ক্যাটেগরি-২ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করিবার সিদ্ধান্ত গ্রহণ করে।

বিসিবির মাধ্যমে মনোনীত সাবেক খেলোয়াড়দের মধ্যে আছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ হাসিবুল হোসেন শান্ত।

ভোটারের তালিকায় সাবেক ক্রিকেটাররা হলেন গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, এস এম রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন।

বিসিবির পরিচালক হবেন মোট ২৫ জন। ২ জন সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনিত হবেন। বাকি ২৩ জন পরিচালককে নির্বাচিত করবেন কাউন্সিলররা। বোর্ডের ২৫ পরিচালক পদের মধ্যে ১২ জনই আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে থাকেন ১০ জন প্রতিনিধি। পরে পরিচালকদের মধ্য থেকেই সভাপতি নির্বাচিত হবেন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ প রক শ

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায়  ২ বিশ্ব বিদ্যালয়  শিক্ষার্থী নিহত

রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল লেংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন রাজধানীর ইব্রাহীমপুর এলাকার জসীমউদ্দিনের ছেলে দীপ এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। তারা দুজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহত শিক্ষার্থীর নাম রাব্বি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, বিকেলে রাজধানী থেকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু—দীপ, সুমন ও রাব্বি—পূর্বাচলে বেড়াতে আসেন। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি লেংটার মাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে সন্ধ্যায় দীপ মারা যান। আহত রাব্বিকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

সম্পর্কিত নিবন্ধ