দরজায় কড়া নাড়ছে বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসব ঘিরে এখন চারদিকে সাজ সাজ রব। আয়োজনকে উৎসবমুখর করতে সংগঠক, আয়োজকদের এখন দিনরাত একাকার হয়ে আছে।

পূজাকে উপলক্ষ করে দূরের মানুষ ছুটে আসছেন ঘরের কাছে। যে যেখানে আছেন, মন তাঁর পড়ে আছে এই ঢাকঢোল, কাঁসর-ঘণ্টার মন আনচান করা সুরের কাছে। দুর্গোৎসবের এই আঁচ লেগেছে মৌলভীবাজারের পথে–ঘাটে, হাটবাজারে। নানা থিম ও সাজে রঙিন হয়ে উঠছে পূজামণ্ডপগুলো।

সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা গেল, এরই মধ্যে মণ্ডপ তৈরির অনেকখানি কাজ এগিয়ে আনা হয়েছে। পুরোদমে কাজ এগিয়ে চলছে। কোথাও চলছে প্রতিমা নির্মাণের কাজ। কোথাও তৈরি হচ্ছে প্যান্ডেল। কয়েক দিন বৃষ্টি কিছুটা বাগড়া দিয়েছে, কাজ ঠিকঠাক করা যায়নি। এখন বৃষ্টি নেই। রাতদিনের পুরো সময়কে এখন কাজে লাগানো হচ্ছে।

শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল ও কলেজ মাঠে পূজার আয়োজন করেছে মহেশ্বরী। তারা পূজামণ্ডপের তোরণকে আকর্ষণীয় করে সাজিয়ে তুলছে। ককশিটে তৈরি তোরণটি এর মধ্যে অনেকটা সেজে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

মহেশ্বরী পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন কুমার দাশ বলেন, তাঁরা এ বছর বিশেষভাবে গেট তৈরি করছেন। দেশে-বিদেশে তাঁদের প্রায় ৩৫০ সদস্য আছেন, তাঁদের চাঁদাতেই পূজার আয়োজন হয়।

মৌলভীবাজার শহরের সৈয়ারপুরে আকর্ষণীয় করে তৈরি করা হচ্ছে ত্রি-নয়নীর প্যান্ডেল। ছবিটি সোমবার সন্ধ্যার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কক্সবাজারে সামুদ্রিক খাবার নিয়ে জমজমাট উৎসব

ইলিশ, কোরাল, চিংড়ি, লবস্টারসহ সামুদ্রিক মাছ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের খাবার থরে থরে সাজানো রয়েছে টেবিলে। ভোজনরসিক পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এসে ঘুরে ঘুরে দেখছেন এসব খাবার। মুখে নিয়ে এর স্বাদও উপভোগ করছেন। গতকাল শুক্রবার দিনভর এমনই দৃশ্য দেখা গেছে কক্সবাজারের হোটেল রামাদায় আয়োজিত সি-ফুড ফেস্টিভ্যালে।

গতকাল সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এই উৎসব। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় উৎসবের আয়োজন করে এমবোলডেন বাংলাদেশ, নেক্সট শিখন ও হোটেল রামাদা কর্তৃপক্ষ।

উৎসবে গিয়ে দেখা যায়, ১৬টি স্টলে খাবার সাজিয়ে রাখা হয়েছে। ইলিশ, কোরাল, চিংড়ি, কাঁকড়া, লবস্টার, স্কুইডসহ নানান সামুদ্রিক মাছ দিয়ে তৈরি করা হয়েছে এসব খাবার। উৎসবে ইলিশের আচার, সামুদ্রিক মাছের পিঠা, শৈবাল দিয়ে তৈরি করা স্যুপ-পুডিংয়ের স্বাদ নিতে দেখা যায় কয়েকজনকে।

একটি স্টলে হরেক পদের সামুদ্রিক খাবার সাজিয়ে রাখা হয়েছে। গতকাল বিকেলে তোলা

সম্পর্কিত নিবন্ধ

  • সুস্থ থাকার মন্ত্রে নানা আয়োজনের ফ্লো ফেস্ট
  • ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে কলকাতায় চলচ্চিত্র উৎসব
  • কক্সবাজারে সামুদ্রিক খাবার নিয়ে জমজমাট উৎসব
  • নেত্রকোনায় আজ ‘কিচ্ছা উৎসব’
  • কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শত্রুঘ্ন–মমতা–সৌরভ এক মঞ্চে
  • ‘আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার’ পেলেন হাসানআল আব্দুল্লাহ
  • মাইলস্টোন ট্র্যাজেডির ১০০ দিন এবং সঙ্গীত ও শিল্পকলা চর্চার গুরুত্ব
  • এলাকার নামেই সিনেমা—আবেগে ভাসলেন পাইকগাছার মানুষ
  • মহারাসলীলা উৎসব
  • স্বপ্ন, সাহস আর নেতৃত্বের উৎসবে অনুপ্রাণিত হলো হাজারো মানুষ