আজমেরী ওসমানের ক্যাডার শীর্ষ সন্ত্রাসী আপেল গ্রেপ্তার
Published: 24th, September 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামি, আজমেরী ওসমানের ক্যাডার তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নগরীর জামতলা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেল জামতলা ধোপাপট্টি এলাকার মৃত মেজবাহ উদ্দিন খন্দকারের ছেলে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আপেলের বিরুদ্ধে একাধিক মাদক, অস্ত্র ও চাঁদাবাজি, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলা রয়েছে।
আপেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলারও আসািম ।
.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সন ত র স ন র য়ণগঞ জ আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
পূজায় নিরাপত্তার ঝুঁকি নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরো বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎবসমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।”
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।
আরো পড়ুন:
কিশোরগঞ্জে কালীবাড়ী প্রাঙ্গণে মহালয়ার অনাড়ম্বর আয়োজন
দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে বিএনপির পাহারা থাকবে: দুলু
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবছর প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটি সাতজন করে ভলেন্টিয়ার নিয়োগ দেবে। আনসার সদস্য থাকবেন আটজন করে। পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।”
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবির কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবির কুমার সাহাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকা/অনিক/মাসুদ