ফেসবুক ও অন্যান্য মাধ্যম ব্যবহারের সময় এই ৫ শিষ্টাচার কি আপনি মেনে চলেন?
Published: 24th, September 2025 GMT
১. শুধু পরিচিত ব্যক্তিদেরই বন্ধুতালিকায় রাখুন
একজন মানুষ সম্পর্কে কিছুই না জেনে হুট করে আমরা সাধারণত তার বন্ধু হয়ে যাই না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা হয়তো শুধু কারও ডিপি (ডিসপ্লে পিকচার) দেখেই তাকে বন্ধু হওয়ার জন্য ‘অ্যাড রিকোয়েস্ট’ দিই, অথবা কারও বন্ধু ‘রিকোয়েস্ট অ্যাকসেপ্ট’ (অনুরোধ গ্রহণ) করি।
যেহেতু আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সে আমাদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য শেয়ার করি, তাই অপরিচিত ব্যক্তিদের বন্ধুতালিকায় রাখার মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য ও ছবি একজন অপরিচিত মানুষের সামনে উন্মুক্ত করে রাখছি।
এটি আমাদের জন্য নানা ধরনের বিপদ ডেকে আনতে পারে। তাই অপরিচিত কাউকে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুতালিকায় না রাখাই ভালো।
২.মন্তব্য করার সময় সতর্ক থাকা
চলতি বছরের মার্চ মাসে রাকিবুল হাসান নামের এক ফেসবুকধারী অভিনেত্রী শবনম ফারিয়ার একটি পোস্টে আপত্তিকর মন্তব্য করেন। ওই ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিনেত্রী।
ভাইরাল সেই পোস্টের কিছুদিন পরেই রাকিবুল হাসান যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, সেখান থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করতে গিয়ে কোথায় থামতে হবে, সেটা জানা জরুরি।
তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই কোনো না কোনোভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের স্বীকার হন। কোথাও মন্তব্য করার আগে আমাদের খেয়াল রাখা উচিত, মন্তব্যটির কারণে আমরা যেন কোনোভাবেই বিদ্বেষ না ছড়াই।
একই সঙ্গে নিজের মন্তব্য কারও অনুভূতিতে যেন আঘাত না হানে, সেদিকে খেয়াল রাখা জরুরি।
আরও পড়ুনসুখী দম্পতিরা কেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি কম পোস্ট করেন১৯ সেপ্টেম্বর ২০২৫৩. অনুমতি ছাড়া অন্যের ছবি আপলোড নয়তানজিলা (ছদ্মনাম) তাঁর বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বেশ কিছু ছবি তুললেন। তিনি বন্ধুদের বলেছিলেন, তাঁরা যেন এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করেন।
কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই তানজিলা দেখেন, তাঁর বন্ধুরা এরই মধ্যে সেসব ছবি ফেসবুকে আপলোড করে দিয়েছেন। কারও কাছে হয়তো মনে হতে পারে, বন্ধুদের মাঝে এটা হতেই পারে, এ আর এমন কি! কিন্তু কারও ছবিই তাঁর অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় আপলোড করা উচিত নয়।
এতে তাঁর হয়তো কোনো ক্ষতি হতে পারে, যা আমরা জানিই না। তাই অবশ্যই কারও সঙ্গে ছবি তুলে তা পোস্ট করার আগে তাঁর অনুমতি নিন।
সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু শেয়ার করার আগে তা সত্য কি না, যাচাই করে নিনউৎস: Prothomalo
কীওয়ার্ড: আম দ র ফ সব ক র বন ধ
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের পর ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তায় বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে জেলা পুলিশের গোয়েন্দা শাখাসহ (ডিবি) থানা-পুলিশের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। শনিবার দুপুরে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
গতকাল বেলা দেড়টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বিকেলে ঝটিকা মিছিলের ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে ওই ঝটিকা মিছিল করতে দেখা যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পাপন লাল, বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর নুর তুষার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের এ আলম, দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া, আওয়ামী লীগ নেতা মুকবিল হোসেন, মুরাদনগরের পূর্ব ধইর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা শরিফ উদ্দিন, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সম্রাট, লাকসামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী ইয়াছিন, নাঙ্গলকোটের একটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান ভূঁইয়া, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি মজুমদার, কুমিল্লা নগরের ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আব্দুল হালিম, লালমাইয়ের বাগমারা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অভি আহমেদ, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, একই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, দেবীদ্বারের জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিয়ন ও বরকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মকবুলসহ ৪৫ জন।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, শুক্রবার বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় বেলা ১টা ৩০ মিনিট থেকে ৩১ মিনিট পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে একটি ঝটিকা মিছিল হয়। ওই ঘটনার পরপরই জেলা ডিবি ও থানা-পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করেছে।
গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদেশে পলাতক মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কিছু নেতা গোপনে অর্থ পাঠিয়ে সরকারবিরোধী কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছেন। তাঁদের অর্থায়নেই কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে টাকার বিনিময়ে লোক ভাড়া করে এনে স্বল্প সময়ের ঝটিকা মিছিল করা হয়। মিছিলের বেশির ভাগ অংশগ্রহণকারী মুখ ঢেকে রেখেছিলেন, যাতে তাঁদের পরিচয় গোপন থাকে। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবির ওসি মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তায় বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।