টাঙ্গাইল শহরে লৌহজং নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশু মেহেদী হাসানের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। নিখোঁজ অপর শিশু আব্দুল্লাহ আহসান আদিবকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম শিশুর লাশ উদ্ধারের তথ্য জানিয়েছেন। তিনি জানান, শিশু আদিবের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক

গলায় কলা আটকে শিশুর মৃত্যু

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকায় দুই শিশু নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। নিখোঁজ আদিব ওই এলাকার আব্দুল করিমের ছেলে এবং মেহেদী হাসান একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী শিশু লাবীব মিয়া জানান, সেসহ তিন শিশু নদীতে গোসলে নামে। সে নদী থেকে উঠে আসলেও আদিব ও মেহেদী নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদী থেকে দুই শিশুকে উদ্ধারে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেহেদীর লাশ উদ্ধার করা হয়েছে। অপর শিশু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা/কাওছার/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ল শ উদ ধ র

এছাড়াও পড়ুন:

ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে নায়ক হয়েছি: শুভ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। নায়ক হিসেবে প্রতিষ্ঠিত ও সফল। তবে তার সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ পথচলার গল্প, রয়েছে সংগ্রাম, পরিশ্রম ও আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ। 

সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন শুভ। সেখানে নিজের জীবনের শুরুর দিনগুলোর কথা হাসিমুখে স্মরণ করেন। কীভাবে তিনি প্রডাকশনের একদম নিচের স্তর থেকে উঠে এসেছেন, সেই গল্প শুনিয়েছেন। 

আরো পড়ুন:

দীপিকার লিভারের ২২ শতাংশ কেটে ফেলা হয়েছে

অকৃতজ্ঞ মানুষদের সাহায্য করা বন্ধ করুন: ভাবনা

স্মৃতিচারণ করে শুভ বলেন, “আমি একসময় প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। কাজটা ছিল ছোট, কিন্তু শেখার আগ্রহ ছিল বিশাল। কখনো পানি দেওয়া, কখনো শিল্পীর স্যান্ডেল পরিষ্কার করা—এসবই ছিল আমার দায়িত্ব।” 

হাস্যরসের সুরে শুভ বলেন, “আমি তখন ছিলাম প্রডাকশনের ছাগলের তিন নাম্বার বাচ্চা!” 

এই ছোট্ট রসিকতার পেছনেই লুকিয়ে আছে এক গভীর বাস্তবতা। তখনকার সেই সহকারী কর্মী আজ দেশের অন্যতম নায়ক। শুভ বলেন, “জীবনের চক্র ঠিক এমনই—যদি স্বপ্ন বড় হয়, পরিশ্রম করলে সেটি একদিন বাস্তব হয়ে ওঠে।” 

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা আরিফিন শুভ পরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন শুভ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ