ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। নায়ক হিসেবে প্রতিষ্ঠিত ও সফল। তবে তার সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ পথচলার গল্প, রয়েছে সংগ্রাম, পরিশ্রম ও আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ। 

সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন শুভ। সেখানে নিজের জীবনের শুরুর দিনগুলোর কথা হাসিমুখে স্মরণ করেন। কীভাবে তিনি প্রডাকশনের একদম নিচের স্তর থেকে উঠে এসেছেন, সেই গল্প শুনিয়েছেন। 

আরো পড়ুন:

দীপিকার লিভারের ২২ শতাংশ কেটে ফেলা হয়েছে

অকৃতজ্ঞ মানুষদের সাহায্য করা বন্ধ করুন: ভাবনা

স্মৃতিচারণ করে শুভ বলেন, “আমি একসময় প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। কাজটা ছিল ছোট, কিন্তু শেখার আগ্রহ ছিল বিশাল। কখনো পানি দেওয়া, কখনো শিল্পীর স্যান্ডেল পরিষ্কার করা—এসবই ছিল আমার দায়িত্ব।” 

হাস্যরসের সুরে শুভ বলেন, “আমি তখন ছিলাম প্রডাকশনের ছাগলের তিন নাম্বার বাচ্চা!” 

এই ছোট্ট রসিকতার পেছনেই লুকিয়ে আছে এক গভীর বাস্তবতা। তখনকার সেই সহকারী কর্মী আজ দেশের অন্যতম নায়ক। শুভ বলেন, “জীবনের চক্র ঠিক এমনই—যদি স্বপ্ন বড় হয়, পরিশ্রম করলে সেটি একদিন বাস্তব হয়ে ওঠে।” 

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা আরিফিন শুভ পরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন শুভ।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

বন্দরে বিভিন্ন মামলার ২ ওয়ারেন্টভূক্ত আসামী ও গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা অপরাধে ৫ যুবকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার তিনগাও এলাকার মৃত জহর আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকির হোসেন (৫০) ও একই এলাকার মৃত সুধিরাম বিশ্বাসের ছেলে অপর জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী প্রান বিশ্বাস (৩৮)।

এ ছাড়াও আটককৃত যুবকরা হলো বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকার আলিফ উদ্দিন মিয়ার ছেলে দোলন আহাম্মেদ সজিব (৩০) একই এলাকার ইছাক ভূইয়া ছেলে রিফাত ভূঁইয়া (২৭) উল্লেখিত এলাকার দেলোয়ার হোসেন মিঠু মিয়ার ছেলে জোবায়ের হোসেন জয় (২৮) ও বন্দর ২২ নং ওয়ার্ডের রেলী আবাসিক এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে রাজু (৩০) ও ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকার মামুন মিয়ার ছেলে ইমন (২১)।

ধৃতদের মধ্য জাকির ও প্রান বিশ্বাসকে পৃথক ওয়ারেন্টে ও বাকী ৫ যুবককে পুলিশ আইনের ৩৪ ধারায় রোববার (৯ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (৮ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। 


 

সম্পর্কিত নিবন্ধ