চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সেন্ট প্ল্যাসিডস্ স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বার্ষিক বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.
আরো পড়ুন:
চাকসু নির্বাচন কমিশনের প্রস্তাব নাকোচ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের
চাকসু নির্বাচনের তারিখ পেছানো নিয়ে যা জানা গেল
এতে বিশেষ অতিথি ছিলেন সেন্ট স্কলাসটিকাস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ সিস্টার রিক্তা ক্রিস্টিনা গোমেজ আরএনডিএম এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য বৃজেট ডায়েস।
স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও সিএসসি এবং সঞ্চালনা করেন শিক্ষক সুমন চক্রবর্তী ও ক্রিস্টাবেল শার্লিন গোনছালভেছ।
প্রধান অতিথি অধ্যাপক ড. ফারাহ জাহান বর্তমান বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলতে বিজ্ঞান চর্চা অত্যাবশ্যক উল্লেখ করে এসপিএসসি এর বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
এ মেলায় অত্র প্রতিষ্ঠানসহ পাঁচটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।
ঢাকা/রেজাউল/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে আ.লীগের কর্মী থাকলে তথ্য দেওয়ার অনুরোধ
রাজধানী ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী থাকলে তাদের তথ্য দিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।
আরো পড়ুন:
পঞ্চগড়ে সেনা অভিযানে মাদকসহ বিএনপি নেতা গ্রেপ্তার
নড়াইলের সাবেক এমপি কবিরুল ঢাকায় গ্রেপ্তার
তিনি বলেন, ‘‘আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে পুলিশের রেইড দেওয়া হয়। গোয়েন্দা নজরদারি চলছে। অনেক ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকছেন। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করবে। তাদের গ্রেপ্তার করলে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।’’
ঢাকা/মাকসুদ/রাজীব