কমনওয়েলথ স্কলারশিপ (পিএইচডি) ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইউজিসির এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের নতুন ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’ ২৫০ ডলার, দিতে হবে শিক্ষার্থীদেরও২২ জুলাই ২০২৫

স্কলারশিপের জন্য ৪০টি বিষয়ে মোট ৭২ প্রার্থী মনোনয়ন পান। মনোনীতদের মৌখিক পরীক্ষা আগামী ৬ থেকে ৮ অক্টোবর প্রতিদিন দুপুর ১২টা থেকে ইউজিসি ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। মনোনীতদের দরকারি কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে যথাসময়ের আধঘণ্টা আগে উপস্থিত থাকতে বলা হয়েছে।


*মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা ও মৌখিক পরীক্ষাবিষয়ক নির্দেশনা দেখুন এখানে

আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৫ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: মন ন ত

এছাড়াও পড়ুন:

নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা দৌলা

বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। কয়েক দিন ধরে নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্কের মধ্যেই বিসিবির একমাত্র নারী পরিচালককে এই বিভাগের দায়িত্ব দেওয়া হলো। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি।

গত ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে বিসিবি। তখনো বিসিবি পরিচালক হননি রুবাবা।
এ মাসের ৩ তারিখ তাঁকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার আবদুর রাজ্জাকের জায়গায় তিনি পেলেন নারী বিভাগের দায়িত্ব।

এত দিন এই বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা রাজ্জাককে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানও করা হয়েছে।
এত দিন এইচপির প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ, তাঁকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। এই বিভাগের দায়িত্বে এত দিন ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজেই। এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি আমিনুলের কাছে থাকল ওয়ার্কিং কমিটির দায়িত্ব।

সম্পর্কিত নিবন্ধ