Risingbd:
2025-11-20@18:26:44 GMT

পাখি কেন ভি আকারে ওড়ে

Published: 4th, October 2025 GMT

পাখি কেন ভি আকারে ওড়ে

সকাল, বিকাল কিংবা দিনের যেকোনো সময়ে পাখিরা ঝাঁক বেঁধে আকাশে ওড়ে। কিন্তু খেয়াল করেছেন কী ওরা ভি আকারে ওড়ে? এখন প্রশ্ন করা যেতে পারে, পাখিরা সরল আকারে না উড়ে ভি আকারে ওড়ে কেন? এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। 

যতদূর পথ অতিক্রম করতে হোক না কেন, পাখিরা ভি আকারে ওড়ে। এর কারণ হলো—ভি আকারে উড়লে পাখিরা বাতাসের গতিতে সুবিধা পায়। যখন পাখিরা এই পদ্ধতিতে উড়ে যায়, তারা একে অপরের ডানার দ্বারা সৃষ্ট বায়ুপ্রবাহের সুবিধা নিতে পারে।  এ ছাড়া  বাতাসের প্রতিরোধ ক্ষমতা কমাতে পারে। ফলে তাদের ওড়া সহজ এবং দ্রুততর হয়। এই পদ্ধতিতে উড়লে পাখিদের শক্তিও কম ক্ষয় হয়, ফলে দীর্ঘ দূরত্ব পেরিয়ে যেতে সাহায্য করে।

আরো পড়ুন:

বাড়ি নয়, যেন পাখির মেলা

পুরুষ পাখি ডিম পাড়ছে: গবেষণা 

বিজ্ঞানীদের মতে, ‘‘ভি আকারে উড়লে পাখিরা আরও ভালো দেখতে পায়। ফলে তাদের পক্ষে শিকার করাও সহজ হয়। এ পদ্ধতিতে ওড়ার সময় পাখিদের একজন দলনেতা পথ দেখানোর দায়িত্বে থাকে। এতে বিপদের আশঙ্কা কম থাকে। ভি আকারে উড়লে তারা একে অন্যের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে পারে।’’ 

ওড়ার সময় তারা কেউ কাউকে পেছনে ফেলার প্রতিযোগিতা করে না।  দলনেতা যখন সবার সামনে উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায় তখন সে আরেকটি পাখির জন্য জায়গা ছেড়ে দেয়। এরপর অন্য একটি পাখি দলনেতার দায়িত্ব পালন করে, আর তার জায়গায় আগের দলনেতা উড়তে শুরু করে।

সূত্র: ইটিভি ভারত

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দলন ত

এছাড়াও পড়ুন:

তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদের মৃত্যু

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ