সীতাকুণ্ডে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা
Published: 5th, October 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হামলার এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত আরো ৭০
নরসিংদীতে এএসপি শামীম আনোয়ারের ওপর চাঁদাবাজদের হামলা
আহত দুই সাংবাদিক হলেন- এখন টিভির ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মোহাম্মদ পারভেজ। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত সাংবাদিক হোসাইন জিয়াদ জানান, শনিবার (৪ অক্টোবর) স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা নিয়ে সংবাদ সংগ্রহ করতে রবিবার সকালে জঙ্গল সলিমপুরে যান এখন টিভির টিম। সেখানে পৌঁছার পর কয়েকটি সিএনজি চালিত ট্যাক্সিতে এসে দুর্বৃত্তরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।
এতে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদের মাথা ফেটে যায়। আহত হন ক্যামেরাপার্সন পারভেজ। হামলাকারীরা ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ছিনিয়ে নেয়।
এ ঘটনায় হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোটার্স নেটওয়ার্ক, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, “সলিমপুর থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় আঘাত থাকায় সাংবাদিক হোসাইন জিয়াদ ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”
এর আগে, শনিবার (৪ অক্টোবর) ভোরে আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা/রেজাউল/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত হ স ইন জ য় দ
এছাড়াও পড়ুন:
জুলাই হত্যা মামলা প্রত্যাহারে পিপি সুপারিশ করেননি বলে দাবি
ফেনীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলাটি প্রত্যাহারে সরকারি কৌঁসুলি (পিপি) সুপারিশ করেননি। এটি জালিয়াতি হতে পারে। আজ রোববার ফেনী আদালতের পিপি মেজবাহ উদ্দিন খান জেলা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিপি মেজবাহ উদ্দিন খান বলেন, একটি জাতীয় দৈনিক জুলাই শহীদ ওয়াকিল হত্যা মামলাটি প্রত্যাহারে মন্ত্রণালয়ে পিপি সুপারিশ করেছেন বলা হয়েছে, যা সত্য নয়। ওয়াকিল হত্যা মামলার নম্বরের সঙ্গে সুপারিশ হওয়া মামলাগুলোর মিল নেই। যেখানে ফেনীর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে আসামি করা হয়। এই মামলা প্রত্যাহার করতে পিপি কোনো সুপারিশ করেননি। আইন মন্ত্রণালয়ের আবেদনে মামলাটি প্রত্যাহারের যদি কোনো সুপারিশ করা হয়ে থাকে, সেটি তার সই করা নয়। মামলা প্রত্যাহারের তালিকায় ওয়াকিল হত্যা মামলাটি যদি থেকে থাকে, তাহলে কোনো পক্ষ জালিয়াতির আশ্রয় নিয়ে করতে পারে। এর সঙ্গে তিনি জড়িত নন।
মামলা প্রত্যাহারের সুপারিশের আসামিদের মধ্যে আলোচিত কারও নাম না লিখে আবদুল্লাহ আল মহসিন ও আবুল কালাম নামের অন্য দুজন আসামির নাম লেখা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিপি বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। আইন মন্ত্রণালয় এ বিষয়ে পিপির কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে। পিপি তাঁর লিখিত বক্তব্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। সেখান থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
পিপি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের দায়ের করা বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা হয়রানি ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে জেলা থেকে ৫৮০টি মামলার সুপারিশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী ইতিমধ্যে ২২৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ফেনী জজকোর্টের আইনজীবী পার্থ পাল চৌধুরী, হুমায়ুন কবির বাদল, রেজাউল করিম তুহিন ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।