পূজা উৎসমুখর হওয়ায় ডিসি-এসপিকে মহানগর পূজা ফ্রন্টের শুভেচ্ছা
Published: 5th, October 2025 GMT
নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মহানগর পূজা উদযাপন ফ্রন্ট।
রোববার (০৫ অক্টোবর) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় পূজা উৎসবমুখর হওয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তারা। তারা দুর্গাপূজার মতই আগামী দিনগুলোতে হিন্দু সম্প্রদায়ের যেকোন বিপদে আপদে জেলা প্রশাসককে পাশে থাকার আহ্বান জানান। পরে জেলা প্রশাসকও পুজায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এরপর বিকাল সোয়া ৪ টার দিকে মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেন। এসময় তাকেও ফুলেল শুভেচ্ছা জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইনের সাথেও দেখা করে তাকে ফুলের শুভেচ্ছা জানান মহানগর পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, দরিদ্রভান্ডার পূজা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ননি গোপাল সাহা, বলদেব জিউর আখড়া মন্দির কমিটির উপদেষ্টা ও নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায়, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা, সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, কোষাধ্যক্ষ মানিক দাস, সদস্য মিলন, জেলা হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট রঞ্জিত দে, মহানগর হিন্দু বৌদ্ধ কল্যান ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রাজিব মন্ডল, সদস্য সচিব খোকন সাহা, সজিব, তোবারক প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন ফ রন ট র ম হ ম মদ র আহ ব
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে মনোনয়ন বঞ্চিত ৩ প্রার্থীর কর্মী-সমর্থকদের মশাল মিছিল
আড়াইহাজারে বিএনপির মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর কর্মী-সমর্থকরা মশাল মিছিল বের করে বিক্ষোভ করেছেন।
স্থানীয় কৃঞ্চপুরা পায়রা চত্বর থেকে সোমবার সন্ধ্যায় মশাল মিছিলটি বের করে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করেন। এসময় তারা নারায়ণগঞ্জ-২, আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে ঘোষিত নজরুল ইসলাম আজাদকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার জোরদাবী জানানো হয়।
এতে অংশ নেন সাবেক তিনবারের সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পাভীন আক্তারের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রুপচান মিয়া, উপজেলা বিএনপির নেতা মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, বিএনপির নেতা তছমিল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ মিয়া, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নয়ন মোল্লা ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জহিরসহ আরো অনেকে।
এসময় যুবদল নেতা আলী আজগর বলেন, বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম আজাদকে প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দিয়েছেন, তাকে আমরা মানিনা। তাকে মনোনয়ন তালিকা থেকে বাদ করতে হবে। ৫ আগস্টের পর তিনি এলাকায় বিএনপির বদনাম করেছেন। তাকে বিএনপির নেতাকর্মী ও ভোটাররা চায়না।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নয়ম মোল্লা বলেন, যাকে দল থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন। তাকে আড়াইহাজারের আপামোড় জনগণ চায়না। তার মনোনয়ন বাতিল করে বঞ্চিত তিন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাকে দিবে, আমরা তার পক্ষে মাঠে কাজ করবো।
এদিকে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন বলেন, দল যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন। তাকে আমরা চাইনা। এখানে জনপ্রিয় ও কর্মী বান্ধব একজন ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। তিনি বলেন, আড়াইহাজারের মানুষ নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন তালিকা থেকে বাতিলের দাবী জানাচ্ছেন।