বার্সেলোনা হারার পর ইউরোপে এখন অপরাজিত দল কারা
Published: 6th, October 2025 GMT
তিন দিন আগেও ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগে অপরাজিত দল ছিল ৮টি। এই তালিকায় বার্সেলোনা–বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তির পাশপাশি এলচে–ক্রিমোনেসের মতো পুঁচকে দলও ছিল। কিন্তু এই সপ্তাহের ম্যাচগুলোয় ওলট–পালট হয়ে গেছে দৃশ্যপট। ৮ থেকে সংখ্যাটি এখন নেমে এসেছে চারে। যেখানে তালিকা থেকে ছিটকে গেছে বার্সেলোনাও।
সপ্তাহের শুরুতে অপরাজিত থাকা দলগুলো ছিল বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, ক্রিস্টাল প্যালেস, এইচে, জুভেন্টাস, ক্রিমোনেসে ও আতালান্তা। কিন্তু এখন এসে সেই তালিকা থেকে বাদ পড়েছে বার্সা, প্যালেস, এলচে ও ক্রিমোনেসে। এই সপ্তাহে নিজেদের ম্যাচগুলোয় হেরে গেছে প্রত্যেকেই। তবে এখনো চারটি দল আছে, যারা লিগ ম্যাচে হারের স্বাদ পায়নি। এই চার দলের দুটি জার্মানির এবং দুটি ইতালির।
এই সপ্তাহে হেরেছে যারাবার্সেলোনা, লা লিগা
লা লিগায় বার্সা মৌসুমটা শুরু করেছিল স্বপ্নের মতো। গত মৌসুমের শিরোপা জেতা পারফরম্যান্সের ধারাবাহিকতা। এর মধ্যে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হারে সুবিধাজনক অবস্থানেই ছিল হ্যান্সি ফ্লিকের দল। সুযোগ ছিল পয়েন্ট তালিকার শীর্ষে ওঠারও। তবে ৭ ম্যাচ অপরাজিত থাকার পর অষ্টম ম্যাচে আটকে গেছে বার্সা। গতকাল রাতে সেভিয়ার কাছে বার্সা হেরেছে ৪–১ গোলের বড় ব্যবধানে। এই হারে রিয়ালের কাছ থেকে শীর্ষস্থানও পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে তারা।
আরও পড়ুনবার্সেলোনার জালে ৪ গোল দিয়ে সেভিয়ার দুর্দান্ত জয়১২ ঘণ্টা আগেক্রিস্টাল প্যালেস, প্রিমিয়ার লিগ
ক্রিস্টাল প্যালেস নিজেদের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা সময় পার করছে এখন। গত মৌসুমে এফএ কাপ জেতার পর জিতেছে কমিউনিটি শিল্ডও। এমনকি চলতি মৌসুমে লিগেও প্রথম ছয় ম্যাচে অপরাজিত ছিল তারা (৩ জয় ও ৩ ড্র)। যেখানে ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকেও তারা হারিয়ে দিয়েছে। কিন্তু অপরাজিত থাকার সেই ধারা থেমে গেছে গতকাল রাতে। এভারটনের কাছে ২–১ গোলে হেরেছে প্যালেস। শেষ মুহূর্তের গোলের এভারটনকে দুর্দান্ত জয় এনে দেন জ্যাক গ্রিলিশ। এর মধ্য দিয়ে প্যালেসের ১৯ ম্যাচ অপরাজিত থাকার ধারাও থামল।
বার্সেলোনার হারা ম্যাচে এভাবেই হতাশ হতে হয়ে পড়েন পেনাল্টি মিস করা রবার্ট লেভানডফস্কি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অপর জ ত থ ক
এছাড়াও পড়ুন:
মুসলমান নাম নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বদদ্বীনি, কুফরি ও ভ্রান্ততার বিরুদ্ধে উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে যারা মুসলমান নাম নিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে হেফাজত আমির এ কথা বলেন। জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে ‘জাতীয় উলামা সম্মেলন-২০২৫’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
জাতীয় উলামা কাউন্সিলের সভাপতি ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক সম্মেলনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আগামী জাতীয় নির্বাচনে অনেক আলেম-উলামা অংশ নেবেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনে উলামায়ে কেরামের পরস্পরে প্রতিদ্বন্দ্বিতা কাম্য নয়।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ‘ইসলামি রাজনীতিতে সব সময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ানো যায় না। সঠিক সময়ের অপেক্ষা করে লক্ষ্য অর্জনের জন্য ভূমিকা রাখতে হয়। আজ ইসলামি রাজনীতির সোনালি সময় চলছে। আমরা যদি সুযোগ কাজে না লাগাই, তাহলে সামনে বড় ধরনের ভোগান্তি তৈরি হবে।’
মুন্সিগঞ্জের জামি’আ ইসলামিয়া হালীমিয়া মাদ্রাসার প্রধান ও মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ বলেন, ‘আমরা প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে একসঙ্গে লড়তে লড়তে মরব, কিন্তু বিভক্ত হব না ইনশা আল্লাহ।’ তিনি বলেন, ১৬ নভেম্বরের কাদিয়ানিবিরোধী আন্দোলন শেষ হয়নি, শুরু হয়েছে মাত্র। সরকারকে সুযোগ দেওয়া হয়েছে, পরেরবার আর সুযোগ দেওয়া হবে না।
হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকব। যারা কাজ করতে চায়, তাদের বাধা দেব না। আমরা নিজেরা নিজেদের শত্রু হব না, ইনশা আল্লাহ।’
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, জাতীয় উলামা কাউন্সিলের মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা সালাহুদ্দীন নানুপুরী, মাওলানা মুশতাক আহমদ প্রমুখ।