নির্বাচন কমিশন সার্ভিস গঠনের উদ্যোগ
Published: 6th, October 2025 GMT
‘নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯’ সংশোধন করে একটি নতুন অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য ‘নির্বাচন কমিশন সার্ভিস’ নামে একটি স্বতন্ত্র সার্ভিস গঠনের কথা বলা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন। এর আগে, গত ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনের প্রস্তাব অনুমোদন দেয়।
অধ্যাদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯-এর ৫ নম্বর আইনের ধারা ৩-এর উপধারা (৪) এর পরিবর্তে নতুন উপধারা সংযুক্ত হয়েছে: (৪) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য ‘নির্বাচন কমিশন সার্ভিস’ নামে একটি সার্ভিস থাকবে। তবে, পৃথক ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠন না হওয়া পর্যন্ত পূর্ববর্তী ধারা ৩-এর উপ-ধারা (৪) বহাল থাকবে।
এ বিষয়ে নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন, সার্ভিস কেবলমাত্র পৃথক করা হয়েছে। এখন নিয়োগ প্রক্রিয়া পিএসসির অধীনে হবে নাকি নির্বাচন কমিশনের অধীনে, তা পর্যায়ক্রমে নির্ধারিত হবে। বিচার বিভাগের মতো আলাদা নিয়োগ প্রক্রিয়া হবে কি না, সে বিষয়েও কমিশন কাজ করছে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড.
সচিবালয়ের দায়িত্ব সংশোধন
সংশোধিত আইনে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব সংক্রান্ত ৫ নম্বর আইনের ধারা ৪-এর উপ-ধারা (২), দফা (ক) প্রতিস্থাপন করে নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় নিম্নবর্ণিত দায়িত্বগুলো পালনে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দেবে:
১. জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন ও সংরক্ষণ।
২. জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণ।
৩. সংসদীয় আসনের সীমানা নির্ধারণ।
৪. রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদসহ সব ধরনের নির্বাচন এবং গণভোট পরিচালনা।
৫. ভোটকেন্দ্র স্থাপন ও সরকারি গেজেটে প্রকাশ।
৬. রাজনৈতিক দলের নিবন্ধন, প্রতীক বরাদ্দ ও সংরক্ষণ, রেজিস্টার সংরক্ষণ এবং দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ।
৭. ভোট গ্রহণের জন্য সারা দেশে ব্যবস্থাপনা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা সংরক্ষণ।
৮. ব্যালট পেপারসহ সব নির্বাচনী মালামাল মুদ্রণ, সরবরাহ ও সংগ্রহ।
৯. নির্বাচনের ফলাফল সংগ্রহ ও প্রেরণ।
১০. ফলাফল একত্রীকরণ ও সরকারি গেজেটে প্রকাশ।
১১. স্থানীয় সরকার নির্বাচনে ট্রাইব্যুনাল গঠন ও মামলা নিষ্পত্তি।
১২. নির্বাচন সংক্রান্ত গবেষণা, তথ্য সংগ্রহ ও প্রদানে সহায়তা।
১৩. নির্বাচন পরবর্তী প্রতিবেদন তৈরি ও প্রকাশ।
১৪. নির্বাচনি আইন পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন বা পরিমার্জনের ব্যবস্থা।
ঢাকা/এএএম/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত ব যবস থ র জন য সরক র
এছাড়াও পড়ুন:
ইতিহাস লেখার ক্ষেত্রে মওদুদ আহমদের সমালোচনা নেই: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওদুদ আহমদ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইতিহাসচর্চা করতেন। রাজনীতিবিদ হিসেবে মওদুদ আহমদের কিছুটা সমালোচনা বা বিতর্ক থাকতে পারে, তবে ইতিহাস লেখার ক্ষেত্রে তাঁর খুব বেশি সমালোচনা করার সুযোগ আছে বলে মনে হয় না।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত মওদুদ আহমদের লেখা ‘ডিমাইজ অব ডেমোক্রেসি: বাংলাদেশ অন দ্য ওয়ে টু এ ফেইলড স্টেট ২০০৯-২০১৯’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এ কথা বলেন।
এটি মওদুদ আহমদের লেখা শেষ বই। ২০০৯-১৯ সাল পর্যন্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের তীব্র সমালোচনা করে বইটি লেখা হয়। আওয়ামী লীগের শাসনামলের বর্ণনা দিয়ে বইটিতে নির্বাচনে কারচুপি, ভিন্নমতের দমন, সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ এবং বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার বিষয়গুলো তুলে ধরা হয়।
মওদুদ আহমদের লেখা ‘ডিমাইজ অব ডেমোক্রেসি: বাংলাদেশ অন দ্য ওয়ে টু এ ফেইলড স্টেট ২০০৯-২০১৯’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে