ধর্ম অবমাননার বিচারে নতুন আইন দাবি জবি শিক্ষার্থীদের
Published: 6th, October 2025 GMT
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে পবিত্র কুরআন শরীফ অবমাননার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তারা দায়ীদের দ্রুত ও সুষ্ঠু বিচারের পাশাপাশি ধর্ম অবমাননার জন্য সরকারের নিকট একটি পৃথক ও কঠোর আইন বাস্তবায়নের দাবি জানান।
সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মসজিদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, স্লোগান ও প্রাণবন্ত বাণী উপস্থাপন করেন।
আরো পড়ুন:
চার বছর ধরে বন্ধ দৃষ্টিহীনদের শিক্ষালয়
ছুটি শেষে জাবি শিক্ষার্থীদের নির্বিঘ্নে ফেরা নিশ্চিতে কন্ট্রোল রুম চালু
তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
সমাবেশে পরিসংখ্যান বিভাগের ছাত্র বায়তুল হক বলেন, “ইসলাম আমাদের আবেগের জায়গা। এখানে কেউ আঘাত করলে আমরা চুপ করে থাকব না। কুরআন শরীফ ও নবীর অবমাননা আমরা মেনে নেব না। সেই অপমানের যথোচিত জবাব দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা।”
শাখা ইসলামি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মো.
শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “শেখ হাসিনা তার বাবার হত্যাকারীদের আজীবন কারাদণ্ড দিয়েছেন, কিন্তু নবী (সা.)-কে অপমান করার শাস্তি সংক্রান্ত কোনো স্বতন্ত্র আইন নেই। ইন্টারিম সরকার যদি ৯০ শতাংশ মুসলমানের আকাঙ্ক্ষা বিবেচনা করে ব্লাসফেমি আইন প্রণয়ন করে, তাতে এই ধরনের অপমানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে উঠবে।”
তিনি বলেন, “নতুন আইনে ধর্ম অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখায় নজীর স্থাপিত হলে কেউ আর এ ধরনের দুঃসাহস করবে না।
সামাজিক মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের নামে কুরআন শরীফ অবমাননার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে। উল্লেখিত ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘এই কারণেই স্ত্রী–প্রেমিকার সঙ্গে কাজ করা ভালো আইডিয়া নয়’
নব্বইয়ের দশকে ক্যারিয়ার শুরু করেন সাইফ আলী খান। মূলত রোমান্টিক সিনেমাতেই বেশি দেখা যেত তাঁকে। তবে বিক্রমাদিত্য মোতওয়ানির সিরিজ ‘সেক্রেড গেমস’ দিয়ে নতুনভাবে ক্যারিয়ার শুরু করেন অভিনেতা। সম্প্রতি এস্কায়ার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারসহ নানা বিষয়ে কথা বলেছেন সাইফ।
সাক্ষাৎকারে সাইফ জানান, কেন তিনি স্ত্রী বা প্রেমিকার সঙ্গে কাজ করতে চান না। যদিও তিনি স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন, তাঁর সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে কোনো সিনেমায় কাজ করেননি।
কারিনা কাপুর খান ও সাইফ আলী খান দম্পতি। এক্স থেকে