শারদীয় দুর্গোৎসবের সফল সমাপ্তি ডিসি-এসপিকে পূজা পরিষদের শুভেচ্ছা
Published: 6th, October 2025 GMT
শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সফল সমাপ্তি হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তারা। পরে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও জানান তারা।
এসময়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শারদীয় দুর্গোৎসবের সফল সমাপ্তিতে জেলা প্রশাসনকে সহযোগিতা করায় জেলা এবং মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামীতে যেকোনো উৎসবে সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে সফল করবো বলো আসা ব্যক্ত করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি লোকনাথ দত্ত, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সহ- সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সহ- সভাপতি বিমল চৌধুরী, যুগ্ম সম্পাদক শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, লাইব্রেরী সম্পাদক রতন সাহা, সহ- দপ্তর সম্পাদক সুমন দে, সদস্য দিলীপ সাহা, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, সহ- প্রচার সম্পাদক তারেক দাস, দপ্তর সম্পাদক অভিজিৎ সেন সজল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাসসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল
এছাড়াও পড়ুন:
বহিস্কারাদেশ প্রত্যাহারে বন্দরে মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে দোয়া
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান মুকুলের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বন্দরে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় বন্দর থানার নবীগঞ্জ কবিলেরমোড় এলাকায় আলহাজ্ব আতাউর রহমান মুকুল সমর্থক ফোরামের উদ্যাগে এ দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া শেষে বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মীরা ফুল নিয়ে সকাল থেকে তার বাসভবনে সমবেত হতে থাকে। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণের পর তাদের ফুলেল অভ্যর্থণায় সিক্তহন বিএনপি নেতা আতাউর রহমান মুকুল।
ওই সময় আতাউর রহমান মুকুল, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমান,চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের নীতি নির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোস্তাকুর রহমানের সঞ্চালনায় ফুলেল শুভেচ্ছায় অংশ নেন মহানগর তারেক জিয়া পরিষদের সভাপতি হাজী রাশেদ আহাম্মেদ টিটু, মহানগর বিএনপি নেতা আলমগীর হোসেন রায়হান, মহানগর স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক ফারুক চৌধুরী, সাইদুর রহমান, জান্নাতুল ফেরদৌস রাজিব, বর্তমান যুগ্ম আহবায়ক কামালউদ্দিন মীর্জা জনি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ হোসেন মেম্বার, জাকির হোসেন, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রাসেল, সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ মো. আসলাম, হাসান আলী, ২৫নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন, সাইদুল, ইকবাল, মুসাপুর ইউনিয়ন বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন, মোসলেহউদ্দিন, মিজানুর রহমান, জালাল মেম্বার, মেছের আলী, মুসাপুর ইউনিয়ন বিএনপি নেতা জান্নাতুল ফেরদৌস, নাজির হোসেন, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. শাকিল মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী শেখ সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।