শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে সফল সমাপ্তি হওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক ও  পুলিশ সুপারের সঙ্গে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানান তারা। পরে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও জানান তারা। 

এসময়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার  শারদীয় দুর্গোৎসবের সফল সমাপ্তিতে জেলা প্রশাসনকে সহযোগিতা করায় জেলা এবং মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামীতে যেকোনো উৎসবে সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে সফল করবো বলো আসা ব্যক্ত করেন। 

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি লোকনাথ দত্ত, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, সহ- সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সহ- সভাপতি বিমল চৌধুরী, যুগ্ম সম্পাদক শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য্য, লাইব্রেরী সম্পাদক রতন সাহা, সহ- দপ্তর সম্পাদক সুমন দে, সদস্য দিলীপ সাহা, বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, সহ- প্রচার সম্পাদক তারেক দাস, দপ্তর সম্পাদক অভিজিৎ সেন সজল, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র, আড়াইহাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুজন বিশ্বাসসহ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল

এছাড়াও পড়ুন:

শাহাদাৎ হোসেন সাধুর মৃত্যুতে মহানগর জাসাসের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি শাহাদাৎ হোসেন সাধু রোববার (৫অক্টোবর) ভোর ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন,গুণগ্রাহী ও বন্ধু বান্ধব রেখে গেছেন। রোববার বাদ জোহর মাসদাইর বাজার জামে মসজিদে জানাজা শেষে তাকে মাসদাইর সিটি কবরস্থানে দাফন করা হয়েছে।

শাহাদাৎ হোসেন সাধু এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোঃ স্বপন চৌধুরী ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “মরহুম শাহাদাৎ হোসেন সাধু সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল ছিলেন।

তিনি মহানগর জাসাসকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সৎ ও সজ্জন মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।

আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম শাহাদাৎ হোসেন সাধু -কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত নিবন্ধ

  • শিল্পপতিরা ঝড়ের দিনে আম কুড়াতে চায় : সাখাওয়াত
  • বন্দরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা 
  • বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ 
  • জনসাধারণের আস্থা অর্জনে সক্ষম প্রাইম বাবুল
  • শাহাদাৎ হোসেন সাধুর মৃত্যুতে মহানগর জাসাসের শোক
  • পূজা উৎসবমুখর হওয়ায় ডিসি-এসপিকে মহানগর পূজা ফ্রন্টের শুভেচ্ছা
  • পূজা উৎসমুখর হওয়ায় ডিসি-এসপিকে মহানগর পূজা ফ্রন্টের শুভেচ্ছা
  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা, ৩ জেলেকে জরিমানা
  •  সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে তিন চোরকে গণধোলাই