সিদ্ধিরগঞ্জে র‌্যাবের ওপর হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ছয়জন ঘনিষ্ঠ সহযোগীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুর মহানগর থানাধীন চান্দুরা বড়বাড়ি এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১'র কোম্পানি কমান্ডার মো.

নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন— সজীব (১৯), হাফিজ শেখ (২৩), কল্পনা বেগম (২৯), আমিনুল ইসলাম (৩৪), আকবর (২০) ও শামীম মিয়া (২৬)। এরা সকলেই সিদ্ধিরগঞ্জের আটি ও হাউজিং ওয়াপদা কলোনি এলাকার বাসিন্দা এবং সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৫টি স্মার্টফোন, কয়েকটি বাটন ফোন, একটি খেলনা পিস্তল, দুটি ড্রাইভিং লাইসেন্স ও চারটি সাবল উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছ থেকে সাহেব আলীকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১১র কাছে অধিযাচন পত্র পাঠায়। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ সাহেব আলীকে গ্রেপ্তারে অভিযান চালালে সে ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

তারা ইটপাটকেল নিক্ষেপ করে র‌্যাবের কয়েকজন সদস্যকে গুরুতর আহত করে। আহত সদস্যদের পরবর্তীতে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ শ র ষ সন ত র স স দ ধ রগঞ জ স হ ব আল সহয গ

এছাড়াও পড়ুন:

হাতিয়ায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ, যৌথ বাহিনীর ধাওয়া

নোয়াখালীর হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ কে এম ছাইফ উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে হাতিয়া আদালত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের জন্য আজ দুপুরের পর থেকে যৌথ বাহিনীর সদস্যরা আদালত এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ নেতা ছাইফ উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপজেলা সদরের ওছখালীতে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা এ সময় ছাইফ উদ্দিনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা তাঁদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। তবে যৌথ বাহিনী এ সময় কাউকে আটক করতে পারেনি।

জানতে চাইলে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা। প্রথম আলোকে তিনি বলেন, বিকেলে হাতিয়া উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি জামিনে রয়েছেন।

এক প্রশ্নের জবাবে ওসি এ কে এম আজমল হুদা জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করার জন্য জড়ো হয়েছিলেন। কিন্তু মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ