গাজীপুরের কালীগঞ্জে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ট্রমা জেনারেল হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের পর তদন্তে নামে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ প্রথমে এ ঘটনায় জড়িত এক কিশোরীকে গ্রেপ্তার করে। পরে কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার চাচাতো ভাইকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

কুড়িগ্রামে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, বিচার দাবি

কিশোরীর অভিযোগ, ওই চাচাতো ভাই তাকে একাধিকবার ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের এক আয়া টয়লেট পরিষ্কার করার সময় ময়লার ঝুড়িতে টিস্যু দিয়ে ঢাকা একটি নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে, নবজাতকটি জন্মের আগেই মৃত ছিল।

হাসপাতালের পরিচালক মো.

শহীদ মুন্সি সেদিন রাতেই অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন। পরদিন সকালে ওই অভিযোগের ভিত্তিতে নবজাতক মৃতদেহ গোপন ও জন্ম গোপন করার অপরাধে ৩১৮ ধারায় মামলা রুজু হয়।

মামলার তদন্তে নেমে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। তাতে দেখা যায়, এক কিশোরী টয়লেটের দিকে যায়। এর কিছুক্ষণ পর সে বাইরে বেরিয়ে হয়। ফুটেজ যাচাই করে পুলিশ ওই কিশোরীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, গত ৬ মার্চ বিকেলে তার চাচাতো ভাই তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। পরবর্তীতে একাধিকবার একই ঘটনা ঘটে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে। শুক্রবার (৩ অক্টোবর) গর্ভপাতের পর নবজাতকটি মৃত অবস্থায় সে টয়লেটে ফেলে আসে।

এদিকে, ভুক্তভোগীর কিশোরীর মা বাদী হয়ে রবিবার (৫ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে নতুন মামলা দায়ের করেন। মামলায় কিশোরীর ওই চাচাতো ভাইকে আসামি করা হয়েছে।

ওই কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার মায়ের দায়ের করা মামলায় পুলিশ চাচাতো ভাইকে গ্রেপ্তার করে। পৃথক দুটি মামলায় তাদের দুইজনকেই আদালতে পাঠানো হয়েছে। পরে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, “শুক্রবার সকালে মেয়ের পেটে ব্যথা হলে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কিছু পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। পরে এক আত্মীয়ের সঙ্গে বিসমিল্লাহ ডায়াগনস্টিকে যায় মেয়ে। দুপুর ১২টার দিকে ওরা যায়, আর দুপুর ২টার পর জানতে পারি হাসপাতালের টয়লেটে নবজাতকের লাশ পাওয়া গেছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষের মামলা দায়েরর ২৪ ঘণ্টার মধ্যে আমরা পুরো ঘটনা তদন্ত করে অপরাধীদের সনাক্ত করি। পরে পৃথক দুটি মামলায় কিশোর ও কিশোরীকে আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা/রফিক/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর টয়ল ট তদন ত

এছাড়াও পড়ুন:

বিসিবি নির্বাচনে আর কারা জিতলেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তেমন চমক ছিল না। ক্যাটাগরি-৩ এ খালেদ মাসুদ ৩৫-৭ ভোটে দেবব্রত পালকে হারিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে ফল ঘোষণার আগেই দেবব্রত 'ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তির প্রভাবে' নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে ভোট হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অনেকে। আজ রাতে নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ