ঝালকাঠিতে তিন বাড়িতে চুরি, ধাওয়া দিয়ে এক চোর আটক
Published: 6th, October 2025 GMT
ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি এলাকায় পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া দিয়ে আলামিন (৩০) নামে এক চোরকে আটক করে এলাকাবাসী।
আটক আলামিন পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামের আনোয়ার শেখের ছেলে।
আরো পড়ুন:
গাজীপুরে বাসায় ঢুকে হাত-পা বেঁধে ৯ ভরি স্বর্ণ লুট
সাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে ৪০ ভরি স্বর্ণালংকার চুরি
সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় মজিবর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে ধাওয়া দিলে ৩-৪ জন চোর পালানোর চেষ্টা করে। এর মধ্যে একজনকে ধানক্ষেতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে রাস্তায় এনে গণধোলাই দেন উত্তেজিত জনতা।
খবর পেয়ে পুলিশ এসে আহত আলামিনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।
ভুক্তভোগী বাড়ির মালিক মোজাম্মেল হোসেন তালুকদার বলেন, “রাত আড়াইটার দিকে ঘরে স্প্রে করে আমাদের অচেতন করে প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা, মোবাইলসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি করে নেয় চোরের দল। আরেক বাড়িতে চুরি করতে গিয়ে একজন ধরা পড়ে।”
রাজাপুর থানার এএসআই কালাম বলেন, “ভোরে খবর পেয়ে মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় এক চোরকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/অলোক/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল...
অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ স্কুল থেকে দেশের বাইরে শিক্ষাসফরে গিয়েছিল। এই প্রথম মা-বাবাকে ছেড়ে বিদেশে গিয়েছে সে। দেশে ফেরার পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন চঞ্চল চৌধুরী। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন মনের কথা।
নিজের পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষাসফরে দেশের বাইরে গিয়েছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা–মাকে ছেড়ে একা একা বিদেশ–বিভুঁইয়ে কাটিয়ে আসা ১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল।
চঞ্চল চৌধুরী। কবির হোসেন