বিসিবি পরিচালক হলেন খালেদ মাসুদও, আর কারা জিতলেন নির্বাচনে
Published: 6th, October 2025 GMT
নিরুত্তাপ নির্বাচন, কারা জয়ী হচ্ছেন, সেটাও অনেকটাই জানা ছিল সবার। বিসিবির নির্বাচনের ফল নিয়েও তাই ছিল না তেমন কোনো কৌতূহল। নির্বাচন কমিশনের ঘোষণাটা তাই হয়ে পড়েছিল শুধুই আনুষ্ঠানিকতা। তবে অন্য দুই ক্যাটাগরিতে প্রার্থিতা প্রত্যাহার ও নির্বাচন বর্জনের ঘটনা ঘটলেও নির্বাচনের ময়দানে ছিলেন ক্যাটাগরি-৩ এর দুই প্রার্থী দেবব্রত পাল ও খালেদ মাসুদ।
সেখানেও বেশ অসম লড়াইই হয়েছে। ৪৫টি ভোটের মধ্যে এই ক্যাটাগরিতে ভোট পড়েছে ৪৩টি, যার একটি বাতিল হয়েছে। বাকি ৪২ ভোটের ৩৫টি পেয়ে ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তাঁর প্রতিদ্বন্দ্বী কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট। খেলোয়াড়ি জীবন শেষে কোচ এবং ব্যবসায়ীর ভূমিকায়ই এত দিন ছিলেন মাসুদ। এবার হলেন বোর্ড পরিচালক।
তবে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই নির্বাচনে ‘ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ ব্যক্তির প্রভাবে’র অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন দেবব্রত। তাঁর দাবি, শুরু থেকেই মাসুদের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করেছে একটি পক্ষ। যদিও মাসুদ এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
বিসিবির এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৯১ জন। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া পরিচালকদের বিভাগের ভোটারদের বাদ দিয়ে ১৫৬ জন ভোটারের আজ ভোট দেওয়ার কথা ছিল। তাঁদের মধ্যে ১১৫জন ভোট দিয়েছেন, মোট ভোটারের ৭৩.
জেলা ও বিভাগের ক্যাটাগরি-১ এ নির্বাচন হয়েছে শুধু ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। রাজশাহীতে তিন প্রার্থীর মধ্যে হাসিবুল আলম আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতায় থাকা মুখলেসুর রহমান ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। রংপুর বিভাগে হাসানুজ্জামানও ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, বাকি দুজনের মধ্যে নূর এ শাহাদাৎ ১ ও রেহাতুল ইসলাম খান শূন্য ভোট পেয়েছেন।
ঢাকা বিভাগে আনুষ্ঠানিকভাবে ভোট হলেও গতকালই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। এই বিভাগে বিসিবির সর্বশেষ পরিচলনা পর্ষদের সভাপতি আমিনুল ১৫ ও সহ সভাপতি নাজমূল ১৫টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম বিভাগে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনায় আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেটে রাহাত শামস ও বরিশালে শাখাওয়াত হোসেন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-২ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন ১২জন। মোট ৭৬টি ভোটের মধ্যে সর্বোচ্চ ৪২টি করে ভোট পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ও রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর ফারুক আহমেদ, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইসতিয়াক সাদেক ও ঢাকা মেরিনারের শানিয়ান তানিম। এ ছাড়া ঢাকা স্পারটাসের আমজাদ হোসেন ও যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের মেহরাব আলম চৌধুরী ৪১টি করে ভোট পেয়েছেন।
৪০টি করে ভোট পেয়েছেন রূপগঞ্জ টাইগার্সের আদনান রহমান, উত্তরা স্পোর্টিং ক্লাবের ফায়াজুর রহমান ও প্রাইম দোলেশ্বরের আবুল বাশার। ৩৯টি ভোট পেয়েছেন সাবেক বিসিবি পরিচালক ও রেগুলার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মনজুর আলম, ৩৭টি ভোট পেয়েছেন ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির এম নাজমুল ইসলাম ও সাবেক বিসিবি পরিচালক এবং ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমান পেয়েছেন ৩৪ ভোট।
এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত দুই পরিচালকের নামও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাঁরা দুজন হলেন ইশফাক আহসান ও ইয়াসির মো. ফয়সাল আশিক। ইশফাক ও ইয়াসির দুজনই ব্যবসায়ী।
নির্বাচিত পরিচালকদের ভোটে আজ রাতেই বিসিবির নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হওয়ার কথা।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: রহম ন
এছাড়াও পড়ুন:
১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল...
অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ স্কুল থেকে দেশের বাইরে শিক্ষাসফরে গিয়েছিল। এই প্রথম মা-বাবাকে ছেড়ে বিদেশে গিয়েছে সে। দেশে ফেরার পর তাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন চঞ্চল চৌধুরী। স্ত্রী ও সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন মনের কথা।
নিজের পোস্টে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে শুদ্ধ স্কুল থেকে শিক্ষাসফরে দেশের বাইরে গিয়েছিল। জন্মের পর থেকে এই প্রথম বাবা–মাকে ছেড়ে একা একা বিদেশ–বিভুঁইয়ে কাটিয়ে আসা ১০টা দিন আমাদের কাছে ১০ বছরের মতো লাগছিল।
চঞ্চল চৌধুরী। কবির হোসেন