শ্রেণিকক্ষে টিকটক বানানোয় ৩ শিক্ষার্থী বহিষ্কার
Published: 7th, October 2025 GMT
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টিকটক তৈরির অভিযোগে তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক শিক্ষার্থীদের বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
চার বছর ধরে বন্ধ দৃষ্টিহীনদের শিক্ষালয়
কুষ্টিয়ায় জাল সনদে শিক্ষকতা, নেওয়া হলো ব্যবস্থা
মনসুর আহমদ আতিক বলেন, “সম্প্রতি স্কুলে টিফিন পিরিয়ড চলাকালে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নেচে-গেয়ে টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। মেয়ে শিক্ষার্থীদের অজান্তেই তাদেরও ভিডিওতে যোগ করা হয়। গত ৪ অক্টোবর ছড়িয়ে পড়া ভিডিও আমাদের নজরে এলে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়।”
তিনি আরো বলেন, “অভিযুক্ত শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ে এসে যদি উপযুক্ত জবাব উত্থাপন করতে পারে, তাহলে সাময়িক বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা যেতে পারে। উপযুক্ত জবাব না মিললে স্থায়ীভাবে তাদের বহিষ্কার করা হবে। বিদ্যালয়ে বৈঠক করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মোবাইল ফোন আনতে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে যদি কোনো শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন পাওয়া যায় তাহলে তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মামুন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেটে ‘মব’ সৃষ্টি করে বালুবোঝাই ট্রাক নিয়ে গেলেন পরিবহনশ্রমিক নেতা
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের তল্লাশচৌকিতে আটক হওয়া একটি বালুবোঝাই ট্রাক ‘মব’ সৃষ্টি করে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পরিবহনশ্রমিক নেতার বিরুদ্ধে। দুটি বাসে করে লোকজন নিয়ে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে মব সৃষ্টি করে ওই পরিবহনশ্রমিক নেতা ট্রাকটি নিয়ে যান। এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা অচল করে দেওয়ার হুমকি দেন মব সৃষ্টিকারীরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের উপজেলা পরিষদের প্রবেশ ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একাধিক ভিডিও প্রথম আলোর কাছে এসেছে। ঘটনার সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত পরিবহনশ্রমিক নেতার নাম মাহফুজ আহমদ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাদাপাথর লুটপাট–কাণ্ডের পর সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের উপজেলা পরিষদের সামনের সড়কে তল্লাশিচৌকি বসায় কোম্পানীগঞ্জ থানা–পুলিশ। ওই তল্লাশিচৌকিতে পাথর ও বালুবোঝাই যানবাহনগুলো থামিয়ে কাগজপত্র তল্লাশি করা হয়। বেলা সোয়া ১১টার দিকে ভোলাগঞ্জ থেকে সিলেটগামী একটি বালুবোঝাই ট্রাক আটক করে পুলিশ। এ সময় চালকের কাছে কাগজ চাওয়া হলে বৈধ কোনো কাগজ প্রদর্শন করতে পারেননি। এ সময় ট্রাকচালক মুঠোফোনের মাধ্যমে একজনকে ফোন করে বিষয়টি জানান। এর কিছু সময় পরই দুটি বাসে করে শতাধিক লোক তল্লাশিচৌকিতে আসেন। বাস থেকে নেমে তাঁরা পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এর নেতৃত্ব দেন পরিবহনশ্রমিক নেতা মাহফুজ আহমদ। এ সময় পরিবহনশ্রমিকেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে রাস্তায় চলাচল করা যানবাহন থেকে চাঁদা দাবির অভিযোগ তোলেন। একপর্যায়ে আটক হওয়া বালুবোঝাই ট্রাক সেখান থেকে নিয়ে চলে যান।
এ সময় পরিবহনশ্রমিকদের ধারণ করা একটি ভিডিওতে মাহফুজকে বলতে শোনা যায়, ‘কোম্পানীগঞ্জের পুলিশ প্রতিদিন চাঁদাবাজি করে, শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন চাঁদা দাবি করে, হয়রানি করে। এএসআই হামিদ ড্রাইভারের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেছে।’ এ সময় মাহফুজ আহমদকে পুলিশ সদস্যদের দিকে তেড়ে যেতে দেখা যায়।
অন্য আরকেটি ভিডিওতে বাসে করে আসা লোকজনকে বালুবোঝাই ট্রাকের সামনে এসে থামতে দেখা যায়। এ সময় বাস থেকে নামা লোকজন লাঠি হাতে থাকা এক পুলিশ সদস্যকে ঠেলে রাস্তার পাশে নামিয়ে দেন। ভিডিওতে মাহফুজ আহমদকেও এক পুলিশ সদস্যকে ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। একপর্যায়ে বালুবোঝাই ট্রাকটিকে তল্লাশচৌকি থেকে নিয়ে যান পরিবহনশ্রমিকেরা।
পরিবহনশ্রমিক নেতা মাহফুজ আহমদ জানান, পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অংশ নিতে সিলেট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে তিনটি বাসে করে যাচ্ছিলেন। এ সময় একজন ট্রাকচালক ফোন দিয়ে ট্রাক আটকের বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন পুলিশ তল্লাশচৌকিতে মাটি নিয়ে যাওয়া একটি ট্রাক আটক করে পাঁচ হাজার টাকা দাবি করেছে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে গেলে তারা তাঁকে (মাহফুজ আহমদকে) ধাক্কা দেয়। এতে অন্য শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ করতে গেলে তিনি নিবৃত্ত করেন বলে দাবি করেন। কিন্তু এখন পুলিশ উল্টো অপপ্রচার চালাচ্ছে। মাহফুজ বলেন, পুলিশকে দিয়ে চাঁদাবাজি করানো হচ্ছে। টাকা দিলে বৈধ আর না দিলে অবৈধ বলে আটক করা হচ্ছে। সাদাপাথর লুটপাটের পেছনেও পুলিশ সদস্যরা জড়িত বলেও দাবি ওই শ্রমিকনেতার।
তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করা কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হামিদ বলেন, চৌকিতে তিনি দায়িত্ব পালন করছিলেন। এ সময় বালুভর্তি একটি ট্রাক আটক করে বৈধ কাগজপত্র চাইলে ট্রাকচালক একজনকে ফোন দিয়েছিলেন। এর পরপরই পরিবহনশ্রমিক নেতা মাহফুজ দুটি বাসে করে আসা লোকজন নিয়ে পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে মব সৃষ্টি করে আটক করা ট্রাকটি নিয়ে চলে যান। বিষয়টি তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ প্রথম আলোকে বলেন, পরিবহনশ্রমিক নেতা মাহফুজ বাসবোঝাই মানুষ নিয়ে গিয়ে পুলিশের ওপর আক্রমণ করে বালুবোঝাই একটি ট্রাক ছিনিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।