উপদেষ্টার সম্মানার্থে পর্দায় ঢাকা হলো আবর্জনার স্তূপ
Published: 8th, October 2025 GMT
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে বুধবার (৮ অক্টোবর) সকালে এসে পৌঁছান রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সেখান থেকে সড়ক পথে তিনি রওনা হন ব্রাক্ষণবাড়িয়া সরাইলের উদ্দেশ্যে। তার আগমনের খবরে ভৈরব স্টেশনের সড়কের পাশের আবর্জনার স্তূপ সামিয়ানা দিয়ে ঢেকে দেয় প্রশাসন।
শুধু তাই নয়, দুর্গন্ধ যাতে উপদেষ্টার নাকে না যায় সে কারণে প্রচুর পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়েছে পৌর কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা
জুলাই সনদ: একমত গণভোটে, অনিশ্চয়তা বাস্তবায়নে
স্থানীয় বাসিন্দারা বলছেন, বহু বছর ধরে পৌর শহরের গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে খোলামেলা আবর্জনার স্তূপের কারণে পথচারীরা নাক চেপে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা সেলিম মিয়া জানান, আজ সরকারের একজন উপদেষ্টা আসার খবরে সড়কের পাশে থাকা আবর্জনার চারপাশ কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ময়লার স্তূপের উপরিভাগ পরিষ্কার করে ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার। অনেক বছর ধরে স্থানীয় বাসিন্দারা আবর্জনার স্তূপ সরাতে বললেও কেউ কর্ণপাক করেননি।
জাকির হোসেন নামে অপর বাসিন্দা জানান, দেশের কয়েকটি জেলা থেকে ট্রেনে চড়ে বিভিন্ন গন্তব্যে যেতে প্রতিদিন হাজারো মানুষ ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন। এই স্টেশনে যাতায়াতের সড়কের পাশে ময়লার স্তুূপ থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের। নাক চেপে চলাফেরা করতে হয়।
তিনি আরো জানান, ময়লার স্তূপের অদূরেই ঘোড়াকান্দা পলাশের মোড় এলাকায় তিনটি স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী পড়ালেখা করে। তারাও প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। অথচ ব্যাস্ততম সড়কের পাশে প্রতিদিন পৌরসভার সব ওয়ার্ডের আবর্জনা ফেলা হয়। এ বিষয়ে বারবার অভিযোগ করলেও টনক নড়েনি পৌর কর্তৃপক্ষের।
আজ সকাল ১০টার দিকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ট্রেনযোগে ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে সড়ক পথে ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে রওনা দেন তিনি। একজন উপদেষ্টার সম্মানার্থে ব্লিচিং পাওডার ছিটিয়ে ময়লা ঢেকে ফেলে পৌর কর্তৃপক্ষ।
ভৈরব পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো.
তিনি বলেন, “আজকে রেলপথ উপদেষ্টা আসবেন বলে কাপড়ের পর্দা দিয়ে আবর্জনা ঢেকে রাখা হয়েছে। এর মূল কারণ, যাতে ভৈরবে আগত অতিথিদের চোখে এসব না পড়ে।”
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাক্ষণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ অংশের চলমান নির্মাণ কার্যক্রম পরিদর্শন করছেন। বিকেলে কিশোরগঞ্জের ভৈরব হয়ে সড়ক পথে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
ঢাকা/রুমন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট সড়ক র প শ উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
ওয়েস্টিনে ‘টেস্ট অব অ্যারাবিয়া’ উৎসব শুরু
সিটি ব্যাংক পিএলসির সহযোগিতায় দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল ‘টেস্ট অব অ্যারাবিয়া’। ২০ থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত গুলশান-২-এ লেভেল-২–এ অবস্থিত হোটেলের সারা দিনের ডাইনিং রেস্টুরেন্ট ‘সিজনাল টেস্টস’-এ অতিথিরা উপভোগ করতে পারবেন আরব ও মধ্যপ্রাচ্যের আসল স্বাদ, ঐতিহ্য এবং বৈচিত্র্যময় রন্ধনশৈলী।
ফেস্টিভ্যালটির উদ্বোধন হয় ১৯ নভেম্বর দ্য ওয়েস্টিন ঢাকায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানের রাষ্ট্রদূত জামিল হাজি আল-বালুশি, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলী আলহামুদি এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির সিইও মো. শাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস ইনিশিয়েটিভস নাফিস রাইহান এবং দ্য ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার স্তেফান ম্যাসে। ফেস্টিভ্যালের রিবন কাটিংয়ে অংশ নেন অতিথিবৃন্দ, প্রবাসী শেফ এবং হোটেলের সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা। পরে অতিথিদের জন্য স্বাক্ষর খাবারের বিশেষ টেস্টিং সেশন অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল শেফ রিমুন ওবাইদ, শেফ সাঈত দুরসুন, শেফ স্বপন রোজারিও এবং তাঁদের টিমের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে আরব বিশ্বের নানা অঞ্চলের স্বাদে ভরপুর মেনু। ঢাকায় প্রথমবারের মতো অতিথিরা বিশেষ শেফদের প্রস্তুতকৃত উটের মাংসের পদ—হোল লেগ অব ক্যামেল কুজি, ক্যামেল স্ট্যু, নিহারি, পোলাও, তাজিন, সুলতান’স ক্যামেল মাজবুস এবং ক্যামেল মিল্ক উম আলি উপভোগ করার সুযোগ পাবেন। আরও থাকছে ল্যাম্ব কাবসা, চিকেন মান্দি, হোল ফিশ তাজিন, কোফতা কাবাব, মেজেজ প্ল্যাটার, দোনার কাবাব, শাওয়ারমা, বকলাভা, উম আলি ও কুনাফাসহ জনপ্রিয় আরবীয় খাবার ও মিষ্টান্ন। পরিবেশ সাজানো হয়েছে আরবীয় আবহে, সঙ্গে থাকবে লাইভ কুকিং স্টেশন এবং অতিথি আগমনে কমপ্লিমেন্টারি কাহওয়া ও বিশেষ ওয়েলকাম ড্রিংকস।
‘টেস্ট অব অ্যারাবিয়া’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান