পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৪৯.

৬৭ শতাংশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

সাত কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান

‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে পাওয়ার গ্রিড

এর আগে সোমবার (১০ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত সময়েরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.২৬ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৫১ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৭৫ টাবা বা ৪৯.৬৭ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩.৬৭ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৪৮ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০.৫৮ টাকা।

ঢাকা/এনটি/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তাইপেতে অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৫ শুরু

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) তিন দিনের ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৫’ তাইওয়ানের রাজধানী তাইপেতে আজ সোমবার শুরু হয়েছে। শহরের শেরাটন গ্র্যান্ড তাইপে হোটেলে এ শীর্ষ সম্মেলন চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।

এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই শেপিং দ্য ডিজিটাল এশিয়া (কৃত্রিম বুদ্ধিমত্তায় ডিজিটাল এশিয়ার রূপদান)’। তাইওয়ানের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় (মোডা), তাইওয়ান ইনোভেটিভ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস অ্যাসোসিয়েশন (টিসসা) এবং সিসা ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আরওসি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

শীর্ষ পর্যায়ের অংশগ্রহণ

সামিটের প্রথম দিন আজ অ্যাসোসিও জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল ১১ নভেম্বর। এতে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট সিয়াও বি-খিম, ডিজিটাল অ্যাফেয়ার্সমন্ত্রী ই-জিং লিন, অ্যাসোসিওর চেয়ারম্যান স্ট্যান সিং-জিত এবং টিসসার চেয়ারম্যান ব্রায়ান শেন বক্তব্য দেবেন বলে কথা রয়েছে। এবারের সামিটে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পারফেক্ট করপোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালিস চ্যাং এবং এইচপিই এপ্যাকের এআই লিডার গোহ সুন হেং।

অ্যাসোসিও সামিটে অ্যাসোসিওর সদস্য সংগঠনের প্রতিনিধিরা

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সার্টিফিকেট কোর্স, ফি ৫০০ টাকা
  • দেড় বছরে চীনের কার্বন নিঃসরণ কখনো কমেছে, কখনো স্থিতিশীল: বিশ্লেষণ
  • এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিকে মুনাফায় উল্লম্ফন
  • মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ১২.২৫ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১১ নভেম্বর ২০২৫)
  • তাইপেতে অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৫ শুরু
  • লোকসান থেকে মুনাফায় ফিরেছে পাওয়ার গ্রিড
  • ইন্টারন্যাশনাল লিজিংয়ের নয় মাসে লোকসান বেড়েছে ১৩৫ শতাংশ
  • হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৬৬.৬৭ শতাংশ