ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ, ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ
Published: 14th, January 2025 GMT
সম্মেলনবিরোধী সমাবেশ করার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁদের এ নোটিশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে নোটিশের লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যাঁদের নোটিশ দেওয়া হয়েছে তাঁরা হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক। তাঁরা দুজনই জেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটির সদস্য। এ কমিটির নেতৃত্ব নিয়ে জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন হাফিজুর ও জহিরুল হক। অন্য অংশের নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক আবদুল মান্নান ও সিরাজুল ইসলাম। দুই বছর ধরে উভয় পক্ষ দলীয় সব কর্মসূচি পৃথকভাবে পালন করে আসছে। সম্মেলন ঘিরে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও বেড়েছে।
নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কিন্তু নানা অভিযোগে এ সম্মেলনের বিরোধিতা করে আসছে হাফিজুর রহমান ও জহিরুল হকের নেতৃত্বে জেলা বিএনপির একটি বড় অংশ। গত রোববার সমাবেশ করে তারা এ সম্মেলন প্রতিহতের ঘোষণা দিয়েছে। ১৬ জানুয়ারি সমাবেশের ডাক দিয়েছে তারা।
কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার উজান-ভাটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা (বুলু), সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অর্থনীতিবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামল, সহসাংগঠনিক সম্পাদক মো.
দাবিগুলো আলোচনার ভিত্তিতে বাস্তবায়নের পূর্বে হাফিজুর ও জহিরুল সম্মেলনবিরোধী সভা-সমাবেশ করে যাচ্ছেন, যা সম্পূর্ণরূপে সংগঠনবিরোধী কার্যকলাপ। এ বিষয়ে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে হাফিজুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমরা কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। উত্তর প্রস্তুত করছি। তবে আগামী ১৬ জানুয়ারি বিএনপির আমরণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।’
ফেসবুকের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে জানিয়েছেন জহিরুল হক। প্রথম আলোকে তিনি বলেন, ‘ইতিমধ্যে কারণ দর্শানোর জবাব লেখা হয়ে গেছে। আমরা সংগঠন ও সম্মেলনবিরোধী কোনো সমাবেশ করিনি। রোববার আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবি বাস্তবায়নে সমাবেশ করেছি। ব্যানারে সেটিই লেখা ছিল। আমরা কোনো শর্ত ভঙ্গ করি নাই। আহ্বায়ক কমিটির সভাপতি-সদস্যসচিব পাঁচটির মধ্যে তিনটি শর্ত ভঙ্গ করেছেন। তাই আমাদের কারণ দর্শানো উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত