নির্বাচনী সংস্কারে সংসদে স্বৈরাচার ও ফ্যাসিস্টদের ঠেকানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমাদের রাজনৈতিক অঙ্গন যাতে দুর্বৃত্তমুক্ত হয়, সংস্কারে তাও হাইলাইটস করা হয়েছে।

শনিবার কুমিল্লা কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এক সেমিনারে এসব কথা বলেন বদিউল আলম। এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর ‘কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক’ এ সেমিনার আয়োজন করে কুমিল্লা বাঁচাও মঞ্চ।

বদিউল আলম বলেন, আমাদের চব্বিশের গণঅভ্যুত্থানে প্রায় তিন হাজার মানুষ প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন ২৫ থেকে ৩০ হাজার। অনেকে চোখ হারিয়েছেন, তাদের সবার আত্মদান যেন বৃথা না যায়।

তিনি বলেন, আমাদের সংসদ ভবন পৃথিবী বিখ্যাত। এখানে কুৎসিত লোকগুলো আবার যাতে প্রবেশ করতে না পারে, সংস্কারে সে সুপারিশ করেছি। নির্বাচনে যারা অংশ নেবেন, তাদের যোগ্যতা নিয়েও অনেকগুলো সুপারিশ রয়েছে। আশা করি, সরকার এবং রাজনৈতিক দলগুলো এসব সুপারিশ গ্রহণ করবে। দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার পথ আটকাতেও সুপারিশ করা হয়েছে।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, ১৫০টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। গত তিনটি নির্বাচনে যে কলঙ্ক হয়েছে, যে জালিয়াতি হয়েছে, তার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছি। একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ ও জবাবদিহির আওতায় আনতে আলাদা কর্তৃপক্ষ গঠনের সুপারিশও করা হয়েছে।

‘কুমিল্লাবাসী বঞ্চনা প্রতিকারে ঐক্যবদ্ধ হোন, সোচ্চার হোন’– স্লোগানে সেমিনারে কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলার বিশিষ্টজন অংশ নেন। এতে আধুনিক কুমিল্লা সিটি করোপরেশন এবং জেলার সামগ্রিক উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয়তা, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম শরীফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মজুমদার প্রমুখ।

শুরুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী প্রণীত ‘স্বপ্নের মেগাসিটি কুমিল্লা’ কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। মনিরুল হক বলেন, ঘোষিত কার্যপত্র অনুযায়ী মেগাসিটি গঠনের মাধ্যমে ৬০ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত কুমিল্লার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র স প র শ কর

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ আহত ৪

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের গাজী ও মোল্লা গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- সাকিব মোল্লা (৩০), মহিউদ্দিন মোল্লা (৩৫) ও আকাশ মোল্লাকে (২৫)। অপর আহত সাব্বির মোল্লা (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় গাজী গ্রুপের সঙ্গে মোল্লা গ্রুপের বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘‘গ্রামে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৪টি তাজা ককটেল উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুপক্ষের লোকজন পালিয়ে যায়। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’’

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ