শৃঙ্খলা ফেরাতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) প্রশাসক নিয়োগের কথা ভাবছে সরকার। রোববার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ কেআইবিতে গিয়ে এ তথ্য জানান।

এক যুগেরও বেশি সময় কেআইবিতে চলেছে লুটপাট। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিপন্থি কৃষিবিদদের দখলে চলে যায় কেআইবি। ভাগবাটোয়ারা নিয়ে তারা দুই ধারায় বিভক্ত। গত শুক্রবার রাতে দু’পক্ষ সংঘর্ষেও জড়ায়। ৩৫ হাজার কৃষিবিদের এই সংগঠনটির এখন কোনো কমিটি নেই। 
দু’পক্ষের সংঘর্ষের বিষয়ে উপদেষ্টা বলেন, স্বনামধন্য এ সংগঠনে বিশৃঙ্খলা কাম্য নয়। এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শৃঙ্খলা ধরে রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশনের মাসিক আয়ের ভাগবাটোয়ারা নিয়ে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। হারুন গ্রুপের নেতৃত্ব দেন কৃষিবিদ নুরুন্নবী শ্যামল আর শামীম গ্রুপের নেতৃত্ব দেন কৃষিবিদ শফিক, কৃষিবিদ ইয়ার মাহমুদ প্রমুখ।

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত এই সংগঠনের কৃষিবিদরা আওয়ামী লীগ আমলেও দুই ধারায় বিভক্ত ছিলেন। একটির নেতৃত্বে ছিলেন সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড.

আবদুর রাজ্জাক। অন্যটির নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ ফ ম বাহাউদ্দিন নাছিম। কেআইবির সর্বশেষ নির্বাচন হয় ২০১৬ সালের ডিসেম্বরে। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৮ সালে। তবে মামলা-পাল্টা মামলায় এক কমিটি দিয়েই চলেছে আট বছর। হাইকোর্টের নির্দেশে ২০২৩ সালের ৩ নভেম্বর কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দেয় সমাজসেবা অধিদপ্তর। সে সময় আওয়ামীপন্থি কৃষিবিদরা কেআইবির দখল ছাড়েননি। তারা প্রশাসককে কেআইবিতেই ঢুকতে দেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিপন্থি কৃষিবিদরা কেআইবির দখল নেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, রোববার উপদেষ্টা শারমিন এস মুরশিদ কেআইবিতে যাওয়ার পর লুটপাটের নানা তথ্য বেরিয়ে আসে। কৃষিবিদ ইনস্টিটিউশনের মূল মিলনায়তন ছাড়াও একাধিক হলরুম বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। এসব অনুষ্ঠানের খাবার সরবরাহ ও সাজসজ্জার জন্য একাধিক প্রতিষ্ঠান তালিকাভুক্তির নিয়ম থাকলেও মাত্র একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। ‘ইকবাল ক্যাটারিং’ নামে এই প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে মুনাফা তুলে নিতেন কয়েকজন আওয়ামী লীগ নেতা। বিএনপি নেতারাও ঠিক একই পথে হাঁটছেন। এই প্রতিষ্ঠানের কাছ থেকে খাবারের প্লেট প্রতি টাকা নেন বিএনপিপন্থি কৃষিবিদরা। এ ছাড়া  নিয়ম অনুযায়ী অনুষ্ঠানে অতিথিপ্রতি ১০০ টাকা কৃষিবিদ ইনস্টিটিউশনকে দিতে হয়। কিন্তু এক হাজার অতিথি উপস্থিত থাকলে দেখানো হয় ৩০০ জন। এর মাধ্যমে এক দিনেই অন্তত ৭০ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এই টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিএনপিপন্থি কৃষিবিদদের মধ্যে চলছে বিরোধ। উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, এত অনিয়মের পরও তিন-চার মাস ধরে এখানে কর্মকর্তা-কর্মচারীরা বেতন পাচ্ছেন না। দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে সব অনিয়মের তদন্ত করা হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক আইব ক ষ ব দ ইনস ট ট উপদ ষ ট আওয় ম

এছাড়াও পড়ুন:

অফিসে আপনি কি ১১ ঘণ্টার বেশি কাজ করেন

প্ল্যান ওয়ান জার্নালে প্রকাশিত একটি গবেষণা নিয়ে চলছে আলোচনা। সেখানে দুই হাজার ফুলটাইম কর্মজীবীর ওপর একটা জরিপ পরিচালনা করা হয়। পেশাগত কাজ বা চাপের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে পরিচালিত গবেষণাটি থেকে পাওয়া গেছে চমকপ্রদ তথ্য।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাঁরা কর্মক্ষেত্রে ১১ ঘণ্টা বা তার বেশি কাজ করেন, তাঁদের খাদ্যাভ্যাস তুলনামূলকভাবে অস্বাস্থ্যকর, তাঁরা অন্যদের তুলনায় মানসিক চাপে ভোগেন বেশি। ঠিকমতো পানি খাওয়ার প্রবণতা কম। পরিবার, প্রকৃতি ও পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর প্রবণতাও কম। কম ঘুমান। আর যেকোনো মানসিক আঘাত থেকে সেরে ওঠার পর্যাপ্ত সময় বা সুযোগ পান না। এই মানুষেরাই বেশি হতাশায় ভোগেন।

শুধু তা-ই নয়, দ্রুত বুড়িয়ে যাওয়া এবং হৃদ্‌রোগ ও স্ট্রোকের মতো কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। যাঁরা ১১ ঘণ্টা বা তার বেশি সময় অফিস করেন, তাঁদের মধ্যে কর্মক্ষেত্রে অসুস্থ হয়ে যাওয়ার সংখ্যাও অনেক।

আরও পড়ুন২৫ বছর ধরে অফিসে যাননি তিনি১৩ মার্চ ২০২৫যদি ১১ ঘণ্টা কর্মক্ষেত্রে থাকতেই হয়, তাহলে যেসব বিষয় খেয়াল রাখবেন

রাতে ৮ ঘণ্টা ঘুমাতেই হবে। তাতে শরীর ও মস্তিষ্ক দিনের শারীরিক ও মানসিক পরিশ্রমের ধকল কাটিয়ে ওঠার সুযোগ পাবে।

কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। সবুজের দিকে তাকান। ডেস্কে গাছ রাখতে পারেন। উঠে একটু হাঁটুন। ব্যায়াম করুন। সহকর্মীর সঙ্গে চা খেতে খেতে গল্প করুন। গবেষণা জানাচ্ছে, ছোট ছোট বিরতি কাজে মনোযোগ পুনঃস্থাপন করতে সাহায্য করে এবং কাজের গুণমান বাড়ায়।

দুপুরে খাওয়ার পর একটা ন্যাপ নিতে পারেন।

২ লিটারের একটা বোতলে পানি রাখবেন। প্রতিদিন ১ বোতল পানি অবশ্যই শেষ করবেন। তা ছাড়া পানি, শরবত, জুস, ডাবের পানি, তরমুজ, শসা, আনারস ইত্যাদি খাবেন। হাইড্রেটেড থাকলে এনার্জি ধরে রেখে কাজ করা সহজ হয়।

প্রক্রিয়াজাত খাবার, কার্বোনেটেড ড্রিংক, চিনিযুক্ত খাবার বাদ দিন। এসব কেবল আপনার ক্লান্তি বাড়াবে।

আর সম্ভব হলে কর্মক্ষেত্রে কথা বলে আপনার কর্মঘণ্টা ৮ ঘণ্টায় নিয়ে আসতে পারলে তো কথাই নেই।

সূত্র: এনবিসি নিউজ

আরও পড়ুনঅফিসের বাড়তি কাজকে যেভাবে ‘না’ বলবেন১৩ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ