সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শ্রমিক লীগের সাবেক সমাজসেবা সম্পাদক আব্দুল মোতালেবের বাড়িতে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর বিস্ফোরণে একটি চরমপন্থি দলের সদস্য ফজলু হক নিহতের ঘটনায় সংশ্লিষ্টরা এখনও ধরাছোঁয়ার বাইরে। কথিত আছে, ওই ঘটনার মূল হোতা সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আব্দুল মমিন মণ্ডল ও তাঁর নির্বাচনী সমন্বয়ক আমিনুল ইসলাম ওরফে ইঞ্জিনিয়ার আমিনুল। কিন্তু শুরু থেকেই রহস্যজনক কারণে পুলিশের সন্দেহের বাইরে ছিলেন তারা। বিস্ফোরণের ঘটনাটি শুরু থেকেই আড়ালের চেষ্টা করেন বেলকুচি থানার সাবেক ওসি আনিছুর রহমান ও সহকারী পুলিশ সুপার জন রানা। এর মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের কয়েক দিন আগে জন রানা চাকরি ছেড়ে সস্ত্রীক কানাডায় পাড়ি জমিয়েছেন। 
তবে বিস্ফোরণের ঘটনার ১৩ মাস পর ওই মামলার তদন্তে হঠাৎ গতি ফিরেছে। যদিও ঘটনার মূল অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে। ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন বেলকুচির থানার পরিদর্শক (তদন্ত) মো.

আহসানুজ্জামান। কিন্তু তদন্তে ধীর গতির কারণে মামলাটি পরে স্থানান্তরিত হয় ডিবি পুলিশে। জেলা ডিবির সাবেক ওসি জুলহাজ উদ্দিন তদন্তের ভার নিয়ে শ্রমিক লীগ নেতা মোতালেবের ভাই আবু তালেবকে গ্রেপ্তার করেন। কিন্ত মোতালেবকে গ্রেপ্তারে ব্যর্থ হন। এ কারণে তদন্ত মাঝপথে ঝুলে যায়। এর পর ইন্সপেক্টর জুলহাজ উদ্দিন বদলির পর নতুনভাবে তদন্তের দায়িত্ব পান জেলা ডিবির এসআই নাজমুল ইসলাম। তাঁর বিরুদ্ধেও ঘটনার মূল হোতাদের না খুঁজে কালক্ষেপণ ও গড়িমসির অভিযোগ ওঠে। 
এদিকে স্থানীয়দের সহায়তায় গত ৫ জানুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তার হন শ্রমিক লীগের সাবেক নেতা মোতালেব। এর পর মূল হোতাদের ইন্ধনে মোতালেব ও তালেবকে অভিযুক্ত দেখিয়ে আদালতে মামলার চার্জশিট দাখিলের পরিকল্পনা করেন এসআই নাজমুল। অভিযোগ রয়েছে, বিষয়টি জেনে গণমাধ্যমকর্মীরা তৎপর হলে এসআই নাজমুলের কাছ থেকে নথিপত্র জব্দ করেন জেলা ডিবির নতুন ওসি একরামুল হক। এরই মধ্যে তিনি তদন্ত শুরু করেছেন। ওসি একরামুল গত সোমবার বেলকুচিতে তদন্তে যান। কিন্তু পলাতক ইঞ্জিনিয়ার আমিনুল ও সাবেক এমপি মমিন মণ্ডলকে খুঁজে পাননি তিনি।  ২০২৩ সালের ওই ঘটনায় মোতালেবের বাড়িতে বোমা বিস্ফোরণে মারা যান একটি চরমপন্থি দলের সদস্য কুষ্টিয়া জেলা সদরের মিলপাড়ার বাসিন্দা ফজলু হক। অভিযোগ আছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাবেক এমপি আব্দুল মমিন মণ্ডলের প্রতিপক্ষ আরেক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে ঘায়েলে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনায় আওয়ামী লীগের লোকজন কুষ্টিয়া থেকে বোমা তৈরির কারিগর ফজলুকে ভাড়া করে বেলকুচিতে আনে। কিন্তু বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণে মারা যান ফজলু। নিহতের ভাই বিপুল হক মামলা করেন। 
গত সোমবার বেলকুচিতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মামলার নতুন তদন্ত কর্মকর্তা একরামুল হক বলেন, ‘যেহেতু খুব শিগগিরই চার্জশিট দাখিল করা হবে, তাই আসামিদের ভূমিকার বিষয়ে জানতে নিজেই সরেজমিন তদন্ত শুরু করেছি। সাবেক তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম বলেন, বাদীর এজাহারে সাবেক এমপি মমিন মণ্ডল ও ইঞ্জিনিয়ার আমিনুলের নাম নেই। 
সিরাজগঞ্জ সিআইডির সাবেক ইন্সপেক্টর ছায়া-তদন্ত কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম বলেন, বোমা বিস্ফোরণকে প্রেশার কুকার বিস্ফোরণ উল্লেখ করে মামলার আগেই আলামত নষ্ট করে ফেলে আসামি মোতালেব ও তার স্বজন। বেলকুচি থানা পুলিশের গড়িমসির কারণে ঘটনার আলামত বাড়ির পাশে খালে ফেলা হয়। এমনকি বোমার আগুনে ঝলসে যাওয়া ঘরের দেয়াল রঙ করা এবং ভাঙা টাইলসও পরিবর্তন করা হয়।  
 

উৎস: Samakal

কীওয়ার্ড: স ব ক এমপ ল ইসল ম ঘটন র

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

আবেদন ফি ৪০০ টাকা

ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগে

আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়াল
  • খেলাপি ঋণে বাংলাদেশ এশিয়ায় কেন শীর্ষে
  • কালচে হয়ে যাচ্ছে মোগল আমলের লালকেল্লা
  • জিল হোসেন মারা গেছেন, আদালতে তাঁর লড়াই শেষ হবে কবে
  • গবাদিপশু থেকে মানুষের শরীরে ‘তড়কা’ রোগ, প্রতিরোধে যা করবেন
  • জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • কীভাবে নেট রান রেট হিসাব করা হয়, সুপার ফোর উঠতে বাংলাদেশের হিসাব কী
  • সোনালী ও রূপালী মুনাফায়, অগ্রণী ও জনতা লোকসানে