সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ (জেইউএন) এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কর্মকান্ড আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।  


সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র সভাপতি ও দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদের সভাপতিত্বে সভার শুরুতেই মানবজমিনের স্টাফ রিপোর্টার ও এনটিভির প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনকে কার্যকরী কমিটিতে কো-অপ্ট করা হয়। সভায় কার্য্য বিবরনী পাঠ করেন সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে আরও ১৭ জন নতুন সদস্যের আবেদন অনুমোদিত হয়। এছাড়া শীঘ্রই একটি পরিচিতি অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।


সভায় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি নাহিদ আজাদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হাসান, সাংগঠনিক সম্পাদক এম আর কামাল, কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ শাওন, কার্যকরী সদস্য শরীফ সুমন, নিয়াজ মোহাম্মদ মাসুম, মশিউর রহমান। সভায় উপস্থিত সব সদস্য সংগঠনের কার্যক্রমকে গতিশীলসহ সামাজিক কাজে সংগঠনকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেন। এ সভায় পরিচিতি অনুষ্ঠানের জন্য একটি ৫ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন হয়। এতে আনোয়ার হাসান কে আহ্বায়ক, নিয়াজ মোহাম্মদ মাসুমকে সদস্য সচিব এবং এম আর কামাল, বিল্লাল হোসেন রবিন ও শরীফ সুমনকে সদস্য করা হয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ স গঠন

এছাড়াও পড়ুন:

আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হ‌ককে থাপ্পড়

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসার ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনা‌নি শে‌ষে আদালত থে‌কে বের হওয়ার সময় আইনজীবী‌দের একাংশ আনিসুল হককে চড়-থাপ্পড় দেন। এ সময় পুলিশ নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে  সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হয় ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। 

মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু
  • নারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি
  • জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত
  • কমিউনিষ্ট পার্টির হাফিজের বিরুদ্ধে ইসমাইলের সংবাদ সম্মেলন
  • কারখানার বর্জ্যে মরছে নদ
  • আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হ‌ককে থাপ্পড়