যৌনপল্লি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
Published: 1st, February 2025 GMT
জামালপুরে যৌনপল্লি থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, নিজ বাড়ি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতাও গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক। এর আগে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যৌনপল্লি থেকে গ্রেপ্তার ওই নেতার নাম মাসুদ পারভেজ মুকুল। তিনি জেলার মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেপ্তার অপর নেতা সাইফুল ইসলাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি তারা। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/শোভন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র নিন্দা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবী করেছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (এনজেটিজেএ) সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
সেই সাথে সাংবাদিক তুহিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে তুহিনকে হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার দ্রুত বিচার আইনে এ হত্যার বিচার দাবী করে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো সাংবাদিক সমাজ হুমকি ও নিরাপত্তাহীনতায় পড়েছে।
গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।
সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।